এ সময়ে ক্রিকেট খেলেছেন ম্যানসিটি গোলরক্ষক জো হার্ট?
২৮ বছর সেমিফাইনালে ওঠার হাতছানি ইংল্যান্ডের। এমন ম্যাচের সময় মাঠে তো নয়ই, নেই টিভির সামনেও। তাও কি না ইংল্যান্ডের হয়ে খেলা এক সময়ের নাম্বার ওয়ান গোলরক্ষক। অবাক করা ব্যাপার হলেও সত্যিই আগের দিন ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখেননি জো হার্ট। ওই সময়ে ক্রিকেট খেলছিলেন এ তারকা।
হার্টের প্রথম ক্লাব শ্রেসবারি। ক্লাবটি শুধু ফুটবল নয়, ক্রিকেটের দল গড়ে থাকে। আগের দিন বার্মিংহাম লিগে (বিডিপিসিএল) ম্যাচ ছিল তাদের। সেই দলের হয়ে মাঠে নামেন হার্ট। স্থানীয় এক ফটো সাংবাদিক তার ছবি তুলে নিজের টুইটারে আপ দিলে বিষয়টি জানাজানি হয়।
অনেক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না হার্টের। চলতি বিশ্বকাপ দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি। তবে ২৩ জনের দলে তাকে দল রাখেননি ইংলিশ কোচ সাউথগেট। রাশিয়া বিশ্বকাপের দলে গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, জ্যাক বাটল্যান্ড ও নিক পোপকে দলে নেন তিনি।
আর তাই কিছুটা অভিমানও কাজ করছে এ ম্যানচেস্টার সিটি তারকার। তবে ক্লাবেও তার অবস্থা ভালো নয়। পেপ গার্দিওলা ইতিহাদে আসার পর থেকেই জায়গা হারিয়েছেন। এমনকি তুরিনো ও ওয়েস্টহামের হয়ে ধারে খেলতে গিয়েও অনুজ্জ্বল হার্ট।
এদিকে দলকে সমর্থন জানানোর জন্য তাকে ডেকেছিলেন সতীর্থরা। তখন তিনি জানিয়েছিলেন সতীর্থ জন স্টোনসের জার্সি তার কাছে আছে। সেটা পড়েই দলের জন্য চিৎকার করবেন তিনি। কিন্তু বাস্তবে হয় উল্টো। শনিবার ভিন্ন জার্সিতে দেখা যায় তাকে। ঘরের মাঠে সাদা জার্সি পড়ে ক্রিকেট খেলেই সময় কাটান হার্ট।
Comments