বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

কখনো বিশ্বকাপ খেলেনি, অদূর ভবিষ্যতে খেলার সম্ভাবনাও নেই। এমনকি বাছাইপর্বে অংশ নেওয়াও কেবল ‘অংশগ্রহণই বড় কথা’ এরকম স্লোগানে। অথচ বাংলাদেশে বিশ্বকাম নিয়ে মাতামাতি অংশ নেওয়া অনেক দেশ থেকেও যেন বেশি। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশিদের এই উন্মাদনা নজর এড়ায়নি ফিফার। ফিফার ফেসবুক পোস্টে তারই স্বীকৃতি মিলল।
ফিফার ফেসবুক পোস্টে বাংলাদেশিদের উন্মাদনা
ছবি: ফিফার ফেসবুক পেজ

কখনো বিশ্বকাপ খেলেনি, অদূর ভবিষ্যতে খেলার সম্ভাবনাও নেই। এমনকি বাছাইপর্বে অংশ নেওয়াও কেবল ‘অংশগ্রহণই বড় কথা’ এরকম স্লোগানে। অথচ বাংলাদেশে বিশ্বকাম নিয়ে মাতামাতি অংশ নেওয়া অনেক দেশ থেকেও যেন বেশি। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশিদের এই উন্মাদনা নজর এড়ায়নি ফিফার। ফিফার ফেসবুক পোস্টে তারই স্বীকৃতি মিলল। 

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশিদের ফুটবল নিয়ে উন্মাদনার কয়েকটি ছবি পোস্ট করেছে ফিফা। সাথে ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ কখনো বিশ্বকাপে অংশ নেয়নি ঠিকই, কিন্তু তারাও বিশ্বকাপ জ্বরে ঠিকই আক্রান্ত হয়েছে। ফুটবলের সবচেয়ে প্যাশনেট ভক্তদের একটা অংশের বাস এই বাংলাদেশে।’

ফিফার কাছ থেকে নিজেদের উন্মাদনার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি ফুটবল ভক্তরাও। পোস্টের কমেন্ট অংশে গিয়ে ফিফার প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেউ কেউ, আবার কেউ কেউ বোঝানোর চেষ্টা করেছেন ব্রাজিল-আর্জেন্টিনার মতো দলগুলোকে তারা কতটা ভালোবাসেন। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনার বিষয়টি পুরো বিশ্বের কাছেই ইতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে ফিফার এই পোস্টের মধ্য দিয়ে।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

3h ago