ববিতার ৩ চাওয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসরে গতকাল (৮ জুলাই) সন্ধ্যায় ববিতার হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করার সময় প্রধানমন্ত্রীর কাছে তিনটি আবেদন পেশ করেন ববিতা।
তার আবেদন তিনটি হলো: নায়করাজ রাজ্জাকের নামে ফিল্ম ইনস্টিটিউট বা আর্কাইভ করা, শিল্পীদের জন্য বাসস্থান এবং চলচ্চিত্রের উন্নয়নের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা।
চলচ্চিত্রে নায়করাজের অবদানের কথা উল্লেখ করে ববিতা বলেন, “আমি চাই প্রয়াত শিল্পী নায়করাজ রাজ্জাকের নামে একটি ইনস্টিটিউট হোক। কিংবা তাকে নিয়ে একটি ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা করা হোক।”
চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে তিনি বলেন, “শিল্পীদের জন্য স্বল্পমূল্যের বাড়ি দরকার। চলচ্চিত্রের উন্নয়নে আধুনিক যন্ত্রপাতিরও প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রত্যাশা এটুকুই।”
উল্লেখ্য, এবারের ৪১তম আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ববিতা ও অভিনেতা ফারুক।
Comments