এই প্রথম কাপ না জেতা দলকে সাদরে বরণ ব্রাজিলিয়ানদের

ব্রাজিলিয়ানদের কাছে কাপ না জেতা মানেই ব্যর্থতা। সে দল ফাইনালে উঠলেও। তবে ব্যতিক্রম হয়েছে এবার। হেক্সা জেতার মিশনে রাশিয়া থেকে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের হেরেই বিদায় নিয়েছে ব্রাজিল। দেশে ফিরতেও হয়েছে তাই আগেভাগে। তবে তাতেও নেইমারদের প্রতি দর্শকদের ভালোবাসা কমেনি।

ব্রাজিলিয়ানদের কাছে কাপ না জেতা মানেই ব্যর্থতা। সে দল ফাইনালে উঠলেও। তবে ব্যতিক্রম হয়েছে এবার। হেক্সা জেতার মিশনে রাশিয়া থেকে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের হেরেই বিদায় নিয়েছে ব্রাজিল। দেশে ফিরতেও হয়েছে তাই আগেভাগে। তবে তাতেও নেইমারদের প্রতি দর্শকদের ভালোবাসা কমেনি।

দেশে ফেরার পর ব্রাজিল দলকে সাদরে বরণ করে নিয়েছে ব্রাজিলিয়ানরা। এমনকি কোচ আদেনির বাক্কি তিতেকেও দায়িত্বে রাখার পক্ষেই মত সবার।  কারণটাও হয়ত অনুমেয়, বিদায় নিলেও সাম্বার ছন্দেই খেলেছে ব্রাজিল। বেলজিয়ামের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত ছিল উত্তেজনা, রোমাঞ্চ। শেষ পর্যন্ত হারতে হয়েছে আসরের অন্যতম শক্তিশালী দলের কাছেই।

রোববার রিও ডি জেনেরিওতে ব্রাজিল খেলোয়াড়দের বহনকারী বিমান অবতরণ করার পর খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানান বিমানবন্দরে আগত সমর্থকেরা। বিমান থেকে নামার পর লাউঞ্জে প্রবেশ করলে সমর্থকেরা খেলোয়াড়দের নাম ধরে উচ্চস্বরে স্লোগান দিয়েছেন। ক্যাসেমিরো ও ফিলিপে কৌতিনহোর মতো কেউ কেউ দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের সাথে ছবিও তুলেছেন। তবে নেইমারকে দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকলেও বিমানবন্দর থেকে সবার সামনে দিয়ে বের হননি তিনি। প্লেন থেকে নেমে নিজের হেলিকপ্টারে করে বাড়ি চলে যান ব্রাজিলের সেরা তারকা।

এমন উষ্ণ অভ্যর্থনার জন্য সব সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে, ‘আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে দর্শকদের এমন ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

বেলজিয়ামের কাছে হেরে তিতের অধীনে কোন প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ক্ষুণ্ণ হয়েছে ব্রাজিলের।

 

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

2h ago