বকেয়া অর্থের দাবিতে ট্রাম্পের গাড়িচালকের মামলা
নিউইয়র্কের এক ব্যক্তি নিজেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ ২০ বছরের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দাবি করে তার পাওনা অর্থ আদায়ের জন্যে ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে গতকাল (৯ জুলাই) মামলা করেছেন।
৫৯ বছর বয়সী নোয়েল সিন্ট্রন বলেন, ট্রাম্প অর্গানাইজেশনের কাছে গত ছয় বছরে তিন হাজার ৩০০ ঘণ্টার ওভারটাইমের অর্থ পাওনা রয়েছে। এছাড়াও, গত ১২ বছরে তার বেতন “আশানুরূপ” মাত্রায় বাড়েনি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ট্রাম্প অর্গানাইজেশন জানায় সিন্ট্রনকে ন্যায্য বেতন দেওয়া হয়েছে।
নিজের ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্টেট শ্রম আইন লঙ্ঘনের জন্যে শাস্তি হিসেবে সিন্ট্রন চার লাখ ডলার পর্যন্ত দাবি করতে পারবেন বলে তার আইনজীবী মনে করেন।
অভিযোগে বলা হয়েছে, ঘণ্টা প্রতি ৫৪.০৯ ডলার হিসাবে সিন্ট্রনের ওভারটাইমের পাওনা অর্থ দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ডলারের বেশি।
তবে ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে সিন্ট্রনকে সবসময়ই আইন অনুযায়ী বেতন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এক ইমেল বার্তায় বলেন, “সত্য ঘটনা প্রকাশ পেলে বোঝা যাবে যে আমরা প্রতিহিংসার শিকার হয়েছি।”
গাড়িচালকের দায়ের করা মামলাটিতে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি।
Comments