ডিজিটাল যুগে অ্যানালগ ছবি!
নতুন নতুন ক্যামেরার দিকে আলোকচিত্রীদের চোখ থাকে- এটি যেমন স্বাভাবিক, তেমনি স্বাভাবিক এর উল্টোটিও। আধুনিকতার এই সময়ে অ্যানালগ ক্যামেরা যেন পুরনো যুগের আবিষ্কার। কিন্তু, ফাহাদ আল আলম-এর আবেগটা একটু অন্যরকম। পুরনো ক্যামেরাই তাকে যেন হাতছানি দিয়ে ডাকে।
ফাহাদ যেসব ক্যামেরা সংগ্রহ করেন, সেগুলো কিন্তু শুধুমাত্র সংগ্রহের খাতিরেই সংগ্রহ করা হয়নি। তিনি সেগুলো দিয়ে ছবি তুলতে পছন্দ করেন। সেসব ক্যামেরা দিয়ে তিনি এদেশে করছেন ‘ভিনটেজ ফটোগ্রাফি’-র চর্চা।
ফাহাদের সেই গল্প নিয়ে স্টার লাইভ-এর এই ভিডিও:
Comments