সাম্পাওলির ভবিষ্যৎ বিষয়ে মুখ খুলেছে এএফএ

বিশ্বকাপের মাঝেই তাকে বরখাস্ত করা নিয়ে কথা উঠেছিল। কোনমতে গ্রুপ পর্ব পার হয়ে গেলেও শেষ ষোলোতেই ফ্রান্সের কাছে হেরে বাদ পড়তে হয়েছে। হোর্হে সাম্পাওলির ভবিষ্যৎ কী হয়, সেটি জানতে তাই আগ্রহ ছিল অনেকেরই। এতদিন পর সাম্পাওলির ভবিষ্যৎ বিষয়ে মুখ খুলেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
Jorge Sampaoli

বিশ্বকাপের মাঝেই তাকে বরখাস্ত করা নিয়ে কথা উঠেছিল। কোনমতে গ্রুপ পর্ব পার হয়ে গেলেও শেষ ষোলোতেই ফ্রান্সের কাছে হেরে বাদ পড়তে হয়েছে। হোর্হে সাম্পাওলির ভবিষ্যৎ কী হয়, সেটি জানতে তাই আগ্রহ ছিল অনেকেরই। এতদিন পর সাম্পাওলির ভবিষ্যৎ বিষয়ে মুখ খুলেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গতকাল সাম্পাওলির সাথে বৈঠক করেছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও সহ-সভাপতি ড্যানিয়েল অ্যানজেলিচি। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, আপাতত কোচ হিসেবে থেকে যাচ্ছেন সাম্পাওলি।

তবে কোচ হিসেবে সাম্পাওলির ভবিষ্যৎ চূড়ান্ত হবে আগস্টের শুরুর দিকে। আর্জেন্টিনার কোচ হিসেবে দীর্ঘমেয়াদী টিকে যেতে চাইলে আরেকটি পরীক্ষা দিতে হবে সাম্পাওলিকে। ২৮ জুলাই থেকে ০৭ আগস্ট পর্যন্ত স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সাম্পাওলির সহকারী সেবাস্তিয়ান বেকাসেসের। কিন্তু তিনি হঠাৎ করেই পদত্যাগ করায় এবার এই টুর্নামেন্টে কোচ হিসেবে পাঠানো হচ্ছে সাম্পাওলিকেই।

এই টুর্নামেন্টে সাম্পাওলির পারফরম্যান্স দেখেই আগামী সভায় সাম্পাওলির ভবিষ্যতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এএফএ। সাম্পাওলি কি পারবেন নিজেকে প্রমাণ করতে?

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago