কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
আজ (১০ জুলাই) প্রায় ১০০ শিক্ষার্থী ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে সারি বেঁধে দাঁড়িয়ে তাদের সহপাঠী ও অন্যতম আন্দোলনকারী মাসুদ রানার ওপর হামলার প্রতিবাদ জানান।
বিভিন্ন মাধ্যমে জানা যায়, সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে।
সেসব হামলার বিরুদ্ধে চলমান প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেন।
Comments