পীঠের ব্যথায় অনুশীলন করেননি এমবাপে
বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে গতকাল গোটা ফ্রান্স দল অনুশীলন করলেও দলের সাথে অনুশীলন করেননি টিনএজ তারকা কিলিয়ান এমবাপে। তবে অনুশীলন না করলেও ফ্রান্স ম্যানেজমেন্টের আশা, সেমিফাইনালে মাঠে নামবেন এমবাপে।
পিঠে সামান্য ব্যথার কারণে এমবাপে দলের বাকিদের সাথে অনুশীলন করেনি বলে জানিয়েছে ইএসপিন। দলের বাকিরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন তাকে হালকা চিকিৎসা নিতেও দেখা গেছে।
তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এমবাপেকে অনুশীলনে রাখেনি ফ্রান্স। তবে তার সেমিফাইনাল খেলা নিয়ে তেমন কোন দুশ্চিন্তা নেই।
এমবাপে ছাড়াও ডিফেন্ডার এনগোলো কান্তে ও ডিফেন্ডার বেঞ্জামিন পাভারও অনুশীলনে অংশ নেননি। হালকা জগিং ও স্ট্রেচিং করেই অনুশীলন পর্ব শেষ করেছেন তারা। হালকা ইনজুরি ও ক্লান্তি থেকে খেলোয়াড়দের দূরে রাখতেই দেশম এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন।
এই বিশ্বকাপে পরপর দুই ম্যাচে একই একাদশ এখনও খেলাননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। সেই ধারাবাহিকতা বজায় থাকতে পারে আজও। উরুগুয়ের বিপক্ষে জেতা দলের থেকে একটিই পরিবর্তন আসতে পারে বেলজিয়াম ম্যাচে। নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে না পারা ব্লেইজ মাতুইদি ফিরছেন একাদশে, তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে থাকবেন বায়ার্ন মিউনিখের কোরেন্টিন তোলিসো।
Comments