ফাহিমার হ্যাটট্রিক, বাছাইপর্বে অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা
দারুণ ফর্মে থাকা বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই কঠিন হবে না অনুমেয়ই ছিল। প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গুড়িয়ে বড় বড় সব জয়ে সেসব অনুমানই সত্যি করে চলেছে সালমা খাতুনের দল। এবার গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতকে গুঁড়িয়ে দিয়ে জিতেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।
মঙ্গলবার নেদারল্যান্ডের ইউথ্রেখতে ফাহিমার স্পিনের সামনে নাকাল হয়ে আরব আমিরাতের মেয়েরা গুটিয়ে যায় মাত্র ৩৯ রানে। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের ওই রান তুলতে লেগেছে ৭ ওভার।
৪ ওভার বল করে হ্যাটট্রিকসহ মাত্র ৮ রানে ৪ উইকেট নেন ফাহিমা।
মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম হ্যাটট্রিকের ঘটনা। এর আগে ওয়ানডেতে সংস্করণে হ্যাটট্রিক করেছিলেন আরেক লেগ স্পিনার রুমানা আহমেদ।
রেকর্ড গড়ার দিনে নিজের দ্বিতীয় ওভারে নিশা আলিকে আউট করে প্রথম উইকেট নেন ফাহিমা। পরের ওভারের শেষ তিন বলে নেন টানা তিন উইকেট। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অষ্টম হ্যাটট্রিকের ঘটনা।
ফাহিমার দারুণ নৈপুণ্যের দিনে ৮ উইকেটে বিশাল জয়ে বাছাইপর্বের এ গ্রুপের সব ম্যাচ জিতে শীর্ষেই থাকল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনি ও পরের ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডের মেয়েদেরও দাঁড়াতেই দেয়নি সালমা খাতুনের দল।
Comments