দুই বছর আগে পাওয়া কষ্ট ভুলতে চান দেশম
দুই বছর আগে ইউরো কাপের ফাইনালে গিয়েও শিরোপা জিততে পারেনি ফ্রান্স। পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে সেবার যন্ত্রনাবিদ্ধ হতে হয়েছিল তাদের। মঞ্চটা এবার আরও অনেক বিশাল। বিশ্বকাপের ফাইনালে উঠে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাই টেনে আনলেন ২০১৬ সালের ইউরো হারের প্রসঙ্গ।
এবার বিশ্বকাপে তুখোড় সব খেলোয়াড় থাকায় হট ফেভারিটই ছিল ফ্রান্স। অনেক হট ফেভারিট পা হড়লাকেও ঠিকই ফাইনালে উঠে গেছে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। সেন্ট পিটার্সবার্গে সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়েছে ১-০ গোলে।
ব্রাজিলের মতো দলকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে আসা বেলজিয়ামকে হারানো সহজ কাজ ছিল না ফ্রান্সের। সেটা ঠিকঠাক করতে পেরে তৃপ্তির ঢেঁকুর দেশমের কণ্ঠে, ‘খেলোয়াড়দের নিয়ে আমি খুশি। বেলজিয়ামের মতো ভাল দলের বিপক্ষে এটা কঠিন ছিল। সকল খেলোয়াড় আর স্টাফদের তাই টুপি খোলা অভিনন্দন।’
দেশম এরপরই ফিরে যান ইউরো ফাইনাল হারের প্রসঙ্গতে। ফাইনালে যাওয়ায় সেই ক্ষত মুছে ফেলার একদম কাছে এসে গেছেন বলেও ইঙ্গিত তার কণ্ঠে, ‘শেষ পর্যন্ত জিততে পারলাম। কিন্তু এখনো পুরোটা হয়নি। দুই বছর আগে (ইউরো ফাইনালে) পর্তুগালের কাছে হারার ক্ষত এখনো শুকায়নি।
কেবল খারাপ স্মৃতি মুছে ফেলাই নয়, দেশমের সামনে সুযোগ আছে ডাবল সুখস্মৃতিরও। ১৯৯৮ সালে যেবার ফ্রান্স চ্যাম্পিয়ন হলো সেবার লা ব্লুজদের অধিনায়কই ছিলেন দেশম। এবার কোচ হয়েও দেশকে শিরোপা পাইয়ে দেওয়ার একদম কাছে চলে গেছেন তিনি।
Comments