ফ্রান্সের জয়কে ‘ফুটবলের জন্য লজ্জা’ বললেন কোর্তোয়া

সেমিফাইনালে এক গোলের ব্যবধানে জিতে ২০ বছর পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স। সবাই যেখানে ফরাসিদের এমন কীর্তিতে অভিনন্দন জানাতে ব্যস্ত, তখন উল্টো কথা বলছেন বেলজিয়ান কিপার থিবো কোর্তোয়া। বলেছেন, ফ্রান্সের এই জয় ‘ফুটবলের জন্যই লজ্জাজনক।’

সেমিফাইনালে এক গোলের ব্যবধানে জিতে ২০ বছর পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স। সবাই যেখানে ফরাসিদের এমন কীর্তিতে অভিনন্দন জানাতে ব্যস্ত, তখন উল্টো কথা বলছেন বেলজিয়ান কিপার থিবো কোর্তোয়া। বলেছেন, ফ্রান্সের এই জয় ‘ফুটবলের জন্যই লজ্জাজনক।’

সেন্টার ব্যাক স্যামুয়েল উমতিতির ৫১ মিনিটের গোলের পর আর কোন গোল করেনি ফ্রান্স, বেলজিয়ামকেও গোলের কোন সুযোগ দেয়নি। ম্যাচ শেষে বেলজিয়ান এক টিভি চ্যানেলকে চেলসির এই গোলকিপার বলেছেন, ‘ম্যাচটা খুব হতাশাজনক ছিল। ফ্রান্স যেন খেলার উদ্দেশ্যেই মাঠে নামেনি। এক গোল করে ফেলার পর ৪০ মিটার দূর থেকে ১১ জন নিয়ে রক্ষণকাজে ব্যস্ত ছিল তারা।’

‘প্রতিআক্রমণে তারা এমবাপের গতিকে কাজে লাগাতে চেয়েছে, সেটা ঠিক আছে। এটা তাদের অধিকার। কিন্তু হতাশার বিষয়টা হলো, আমরা আমাদের চেয়ে ভালো কোন দলের কাছে হারিনি। আমরা এমন একটা দলের কাছে হেরেছি, যারা আসলে কিছু খেলেনই, কেবল রক্ষণ নিয়ে পড়ে ছিল।’

এরপর ফ্রান্সের এই জয়কে ঘুরিয়ে পেচিয়ে ফুটবলের জন্য লজ্জাজনক বলেছেন কোর্তোয়া, ‘উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা দেখুন, একটা গোল পেলো কর্ণার থেকে, আরেকটা গোলকিপারের ভুলে। আজও গোল করেছে কর্ণার থেকে। এটা ফুটবলের জন্যই লজ্জাজনক যে বেলজিয়াম আজ ম্যাচটা হেরেছে।’

 

 

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

2h ago