গুহা থেকে উদ্ধার হওয়া থাই শিশুদের উদ্দেশ্যে জয় উৎসর্গ পগবার
সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ফ্রান্স। আর এই জয়কে পল পগবা উৎসর্গ করেছেন থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ শিশুর উদ্দেশ্যে।
১৮ দিনের বিভীষিকার পর গতকাল শেষ পাঁচ শিশুকেও উদ্ধার করে আনা হয়েছে গুহার ভেতর থেকে। এতদিন অন্ধকার গুহার ভেতরে আটকে থেকেও মনোবল হারায়নি শিশুরা, বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে গেছে। বাচ্চাদের এই চেষ্টাকেই সম্মান জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরাসি মিডফিল্ডার, ‘এই জয় আজকের দিনের নায়কদের (গুহা থেকে উদ্ধারকৃত শিশু) জন্য। তোমরা খুবই সাহসী, অভিনন্দন তোমাদের সবাইকে।’
এদিকে ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনো উদ্ধার হওয়া এই ফুটবল দলকে রোববারের ফাইনাল ম্যাচ দেখতে মস্কো আসার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন আগেই। কিন্তু চিকিৎসাজনিত কারণে এই বাচ্চারা এক সপ্তাহের মধ্যে কোথাও ভ্রমণ করতে পারবে না, এমনটা জানতে পারার পর আবার নতুন করে বিবৃতি দিয়েছে ফিফা, ‘এই অপারেশনের সাথে জড়িত প্রতিটি মানুষের স্বাস্থ্যগত অবস্থা এই মুহূর্তে ফিফার মূল প্রাধান্যের বিষয়। আমরা এই দলটিকে নতুন করে অন্য কোন ফিফা ইভেন্টে আমন্ত্রণ জানানোর সুযোগের অপেক্ষায় থাকব।’
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের বিপদসংকুল থাম লুয়াং গুহায় গত ২৩ জুন বেড়াতে গিয়ে আটকা পড়ে যায় ১২ খেলোয়াড় ও তাদের কোচ। এর পর ব্রিটিশ ডুবুরিরা অভিযান চালিয়ে গুহার কয়েক কিলোমিটার ভেতরে গভীর অন্ধকারের মধ্যে ১৩ জনকে ক্ষুধার্ত-ক্লান্ত অবস্থায় খুঁজে বের করেন গত ২ জুলাই।অনেক পরিকল্পনার পর গত ৮ জুলাই শুরু হয় উদ্ধারকাজ। প্রথম দিন চার শিশুকে উদ্ধারের পর পরের দিন উদ্ধার করা হয় আরও চারজনকে। আর গতকাল বাকি সবাইকে উদ্ধার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশ্ব।
Comments