পূর্ণিমার আলোয় ভেসে যাওয়া দিনে
কোথাও অন্ধকার নেই আজ। চারদিকে পূর্ণিমার আলোর কারুকাজ। যদিও আঁধার নামে, পূর্ণিমার আলোয় ভাসিয়ে যাবে সব। কেননা, আজ (১১ জুলাই) অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ সালে চলচ্চিত্রে অভিষেক হয় দিলারা হানিফ পূর্ণিমার। এরপর এই অভিনেত্রী উপহার দিয়েছেন শতাধিক দর্শকনন্দিত ছবি।
বর্তমানে চলচ্চিত্রে অভিনয় না করলেও উপস্থাপনা দিয়ে তিনি মুগ্ধ করছেন দর্শকদের।
পূর্ণিমা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘হৃদয়ের কথা’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘রাক্ষুসী’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’, ‘সুলতান’ ইত্যাদি।
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা।
জন্মদিনে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে আলাপকালে পূর্ণিমা বলেন, “‘আজ পরিবারের সংগে সময় কাটাবো। গত রাত থেকে ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছি। আজ দুপুরে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।”
“জন্মদিনটা একেবারেই নিজের মতো করে কাটাতে চাই এবার,” যোগ করেন এই অভিনেত্রী।
Comments