‘এই ফ্রান্সের হয়ে জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারাও ভালো’

ফ্রান্সের জয়কে ‘ফুটবলের জন্য লজ্জাজনক’ মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। এবার কোর্তোয়ার সাথে সুর মিলিয়ে মন্তব্য করেছেন বেলজিয়ান অধিনায়ক এডেন হ্যাজার্ডও। বলেছেন, ফ্রান্স যেভাবে খেলেছেন সেভাবে খেলে জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারতেই বেশি পছন্দ করবেন তিনি।

ফ্রান্সের জয়কে ‘ফুটবলের জন্য লজ্জাজনক’ মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। এবার কোর্তোয়ার সাথে সুর মিলিয়ে মন্তব্য করেছেন বেলজিয়ান অধিনায়ক এডেন হ্যাজার্ডও। বলেছেন, ফ্রান্স যেভাবে খেলেছেন সেভাবে খেলে জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারতেই বেশি পছন্দ করবেন তিনি।

সেমিফাইনালের আগে দুই দল যেভাবে খেলে এসেছে, তাতে আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর এক ম্যাচেরই প্রত্যাশা করেছিলেন ভক্ত সমর্থকেরা। ম্যাচের শুরুতে ভালোই গতি থাকলেও স্যামুয়েল উমতিতির গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর ম্যাচে আর তেমন গতি দেখা যায়নি। ফ্রান্সের এমন কৌশলেরই সমালোচনা করেছেন হ্যাজার্ড।

 ফ্রান্সের চেয়ে ভালো ফুটবল খেলেও প্রাপ্য ফল পায়নি বেলজিয়াম, হ্যাজার্ড বলছেন এমনটাই, ‘আমার মনে হয় আমাদের আরও ভালো ফল প্রাপ্য ছিল। আমরা আসলে ওদের থেকে এমন খেলাই প্রত্যাশা করেছিলাম, সারাক্ষণ রক্ষণে থেকে প্রতিআক্রমণ থেকে গোল আদায় করে নেয়ার চেষ্টা। ফ্রান্সের হয়ে এমন খেলে ম্যাচ জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারতেই বেশি পছন্দ করব আমি।’

এর আগে গোলকিপার ও হ্যাজার্ডের চেলসি সতীর্থ কোর্তোয়াও ফ্রান্সের ‘রক্ষণাত্মক’ খেলার সমালোচনা করেছেন।  

 

Comments