১৮ দিনেই শুটিং শেষ!

Siam Ahmed and Puja Cheri
অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরি। ছবি: সংগৃহীত

মাত্র ১৮ দিনেই শেষ হলো রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির শুটিং। ছবির দৃশ্য-ধারণ শেষ হলেও বাকি রয়েছে দুটি গানের শুটিং।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে।

ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্থ যুবকের চরিত্রে। আর পূজা চেরি অভিনয় করছেন একজন গার্মেন্টস কন্যার চরিত্রে। এছাড়াও, সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

সিয়াম আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “‘দিনরাত এক করে শুটিং করেছি। তিন-চার শিফটেও শুটিং করেছি। চরিত্রটাকে নিজের মধ্যে ধরে রাখতে অনেক পরিশ্রম করেছি। এমনও হয়েছে আমার পরিবারের মানুষদের সঙ্গে এই কদিন ঠিকমত মিশতেও পারিনি।”

“ছবিটি পুরোপুরি রাজনৈতিক থ্রিলার হবে। এখানে সামাজিক প্রেক্ষাপটও রয়েছে,” যোগ করেন ‘পোড়ামন ২’-খ্যাত এই অভিনেতা।

উল্লেখ্য, নতুন জুটি সিয়াম-পূজা চেরি অভিনীত ‘পোড়ামন ২’ সিনেমাটি গত ঈদে মুক্তি পাওয়ার পর ৫ম সপ্তাহে এসেও আজ নতুন করে ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Comments

The Daily Star  | English
enforced disappearance in Bangladesh

Enforced disappearance: Anti-terror law abused most to frame victims

The fallen Sheikh Hasina government abused the Anti-Terrorism Act, 2009 the most to prosecute victims of enforced disappearance, found the commission investigating enforced disappearances.

9h ago