এমবাপেকে ‘অসৎ সঙ্গ’ ছাড়ার আহবান পিএসজি সতীর্থের

প্রথম সেমিফাইনালে একটি দৃশ্য নিশ্চয়ই চোখে পড়েছে সবার। ম্যাচের একদম শেষ দিকে থ্রো ইন পেয়েছিল বেলজিয়াম। কিন্তু কিলিয়ান এমবাপে বল তো ছাড়েনইনি, বরং বল হাতে করে উল্টো দিকে হাঁটা ধরেছিলেন। এমবাপের এমন আচরণ মোটেও পছন্দ হয়নি তার ক্লাব সতীর্থ থমাস মুনিয়েরের। আর এ কারণেই বেলজিয়ান এই ডিফেন্ডার ‘অসৎ সঙ্গ’ ছাড়ার পরামর্শ দিয়েছেন এমবাপেকে।
Mbappe

প্রথম সেমিফাইনালে একটি দৃশ্য নিশ্চয়ই চোখে পড়েছে সবার। ম্যাচের একদম শেষ দিকে থ্রো ইন পেয়েছিল বেলজিয়াম। কিন্তু কিলিয়ান এমবাপে বল তো ছাড়েনইনি, বরং বল হাতে করে উল্টো দিকে হাঁটা ধরেছিলেন। এমবাপের এমন আচরণ মোটেও পছন্দ হয়নি তার ক্লাব সতীর্থ থমাস মুনিয়েরের। আর এ কারণেই বেলজিয়ান এই ডিফেন্ডার ‘অসৎ সঙ্গ’ ছাড়ার পরামর্শ দিয়েছেন এমবাপেকে।

নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যেতে হলে এসব বাজে অভ্যাস ছাড়তে হবে এমবাপেকে, এমন মন্তব্যই করেছেন নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালে না খেলা মুনিয়ের, ‘প্যারিসে আমি কখনোই ওকে খেলার মাঠে সময় নষ্ট করতে দেখিনি। বিশেষ করে গত ম্যাচের শেষ দিকে যেভাবে সময় নষ্ট করেছে ও, সেটা তো কখনোই দেখিনি। আমি নিশ্চিত ওকে এমনটা করতে নির্দেশ দেয়া হয়েছিল দেখেই ও এমনটা করেছে। এমবাপে খুবই প্রতিভাবান একজন ফুটবলার, তাই আমি আশা করব ও কোন খারাপ সঙ্গ দ্বারা প্রভাবিত হবে না।’

এমবাপেকে পরামর্শ দিতে গিয়ে দুই কিংবদন্তি জিদান ও রোনাল্ডোকেও টেনে এনেছেন পিএসজি’র এই ডিফেন্ডার, ‘জিদান, রোনাল্ডোর মতো খেলোয়াড়েরা কিংবদন্তির উচ্চতায় পৌঁছেছেন, কারণ তারা মাঠে সম্মান ও গর্বের সহিত খেলেছে। তারা কখনোই মাঠে এমন নাটক করতে চায়নি। নিজেদের আচরণ ও ফুটবলীয় দক্ষতা দিয়েই তারা সকলের সম্মান আদায় করে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এমবাপে বুঝতে পারবে, কিংবদন্তি হতে গেলে আচরণও একটি বড় ভূমিকা পালন করে।’

 

 

Comments