নেইমারকে কেনার ‘কোনো পরিকল্পনা’ নেই রিয়ালের

neymar
ছবি : রয়টার্স

বিশ্বকাপের ডামাডোল প্রায় শেষের পথে, ক্লাবগুলোর দলবদল সংক্রান্ত আলোচনা তাই ডালপালা মেলছে আবার। তবে দলবদল শুরুর আগেই একটি বড় খবর জানিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। নেইমারকে কেনার ‘কোনো পরিকল্পনা’ তাদের নেই, এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে নেইমারকে জড়িয়ে গুঞ্জন নতুন কিছু নয়। বার্সেলোনা ছাড়ার পর থেকেই বেশ কয়েকবার শোনা গেছে, বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে আসতে পারেন এই ব্রাজিলিয়ান পোস্টারবয়। কিছুদিন আগে ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমালে নেইমারের ব্যাপারে গুঞ্জন আরও জোরালো হয়। রোনালদোর মতো একজন বিধ্বংসী গোল স্কোরারের অভাব পূরণে পিএসজি থেকে নেইমারকে নিয়ে আসতে পারে রিয়াল, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল জোরেশোরে।

তবে সব গুঞ্জনে বোধহয় পানি ঢেলে দিল রিয়াল। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি জানিয়েছে, নেইমারকে নিয়ে কোনো পরিকল্পনা করছে না তারা, ‘পিএসজি’র খেলোয়াড় নেইমারকে জড়িয়ে রিয়াল মাদ্রিদের ব্যাপারে বেশ আলোচনা হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নিশ্চিত করতে চায় যে, নেইমারকে কেনার জন্য কোনো প্রস্তাব তৈরি করার পরিকল্পনা নেই ক্লাবটির। দুই ক্লাবের মধ্যে সম্পর্ক খুবই ভালো। সে কারণে রিয়াল যদি পিএসজির কোনো খেলোয়াড়ের প্রতি আগ্রহী হয়, সবার আগে তারা পিএসজি কর্তৃপক্ষের সঙ্গেই যোগাযোগ করবে।’

নেইমারকে যেন রিয়াল ছিনিয়ে নিতে না পারে, সে কারণে কদিন আগে নেইমারের বেতন বৃদ্ধিরও ঘোষণা দিয়েছে তার বর্তমান ক্লাব পিএসজি। সব মিলিয়ে ফ্রেঞ্চ লিগেই হয়তো থেকে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই সুপারস্টার।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

15m ago