প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে: রাজনাথ সিং
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। গণভবন থেকে বেরিয়ে এক টুইট বার্তায় রাজনাথ সিং বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। যৌথ স্বার্থ সংশ্লিষ্ট, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
গণভবন থেকে বেরিয়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির উদ্দেশে বিশেষ একটি বিমানে ঢাকা ছাড়েন রাজনাথ। সেখানে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করার কথা রয়েছে তার।
বৈঠকে হাসিনা বলেন, প্রতিবেশী দেশসমূহের সঙ্গে বাংলাদেশ সবসময় আলোচনার মাধ্যমে এ অঞ্চলের সকল সমস্যা সমাধান করতে চায়। ভারতের সংগে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তিসহ বিভিন্ন চুক্তি বাস্তবায়ন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সম্ভব হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
Comments