সাকিবের ছয় উইকেট
জ্যামাইকা টেস্টে ব্যাটিংটাই যা ডোবাচ্ছে কিন্তু বাকিসব ছিল ঠিকঠাক। এমনকি একাদশে বাড়তি স্পিনার খেলানোটাও যে সঠিক তা দেখিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান নিজেই। ক্যারিয়ারে ১৮তম বারের মতো পাঁচ বা তারবেশি উইকেট পেলেন তিনি। তাতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে।
ক্যারিবিয়ানদের অল্প রানে গুটিয়ে দেওয়ার দিনে ৩৩ রানে ৬ উইকেট নেন সাকিব। উইকেট নেওয়া শুরু করেছিলেন আগের দিনই। শুরুটা ইনফর্ম ক্রেইগ ব্র্যাথওয়েটকে দিয়েই। লেজটাও মুড়েছেন তিনি। বাকি চার উইকেটের একটা পেয়েছেন পেসার আবু জায়েদ। অন্য তিনটিও গেছে স্পিনারদের পকেটে।
দ্বিতীয় দিন শেষে ১ উইকেট ১৯ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা লাঞ্চের পর পরই অলআউট হয়ে যায়। তবে প্রথম ইনিংসে পাওয়া বিশাল লিডের কারণে বাংলাদেশের লক্ষ্যটা অনেক বড়। এই টেস্ট জিততে হলে ৩৩৫ রান করতে হবে বাংলাদেশকে। গড়তে হবে রান তাড়ায় নিজেদের রেকর্ড। টেস্ট সর্বশেষ পাঁচ ইনিংসে দেড়শো রানও করতে না পারায় দলের কাছে এটা বেশ বাড়াবাড়ি প্রত্যাশাই হবে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৪ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
Comments