দলের সবাই ফিট: ক্রোয়েশিয়া কোচ
নকআউট পর্বে ফ্রান্সের চেয়ে ৯০ মিনিট বেশি খেলতে হয়েছে ক্রোয়েশিয়াকে। সেমিফাইনাল শেষেই ফরোয়ার্ড মারিও মানজুকিচ ও ডিফেন্ডার ইভান স্ট্রিনিচকে হাসপাতালে নিতে হয়েছে। সব মিলিয়ে দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত বলেও শোনা গেছে। তবে কোচ জলাতকো ডালিচ বলেছেন, ফাইনালের আগে তার দলের সবাই ফিট আছেন।
আরও পড়ুন ঃ ফ্রান্স কোচের সামনে ইতিহাসের হাতছানি
ইনজুরির কারণে গত শুক্রবার ক্রোয়েশিয়া দলের পাঁচ ফুটবলার অনুশীলন করতে পারেননি। কিন্তু ডালিচের দাবি, তার দলে কোন আনফিট খেলোয়াড় নেই, ‘আগামীকাল (আজ) বিশ্বকাপ ফাইনাল। আমাদের খেলোয়াড়েরা জানে বিশ্বকাপ ফাইনাল কী। একটা জিনিস নিয়ে আমি খুশি যে আমার দলের কেউ নিজেদের ফিটনেস নিয়ে কোন তথ্য গোপন করে না। ম্যাচে তারা শতভাগ দিতে পারবে কি না, সেটি তারা নিজেরাই আমাদের আগে জানিয়ে দেয়।’
ফাইনালের আগের দিন কোন অনুশীলনও করেনি ক্রোয়েশিয়া দল, ‘অনুশীলনের উপর জোর দেইনি আমরা। এখন আর অনুশীলন করার কিছু নেই আমাদের। আমাদের এখন পর্যাপ্ত বিশ্রামের দরকার। কিছু টুকটাক ইনজুরি সমস্যা আছে আমাদের, তবে সেগুলো ফাইনালের আগেই সেরে যাবে বলে আমার বিশ্বাস। আমার সব খেলোয়াড়ই ফাইনাল খেলার জন্য প্রস্তুত।’
এর আগে বিশ্বকাপে যে একবার সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া, সেবার ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। এবার যখন আরেকটি প্রথমের সামনে দাঁড়িয়ে দলটি, তখনও সামনে সেই ফ্রান্স। তবে ৫১ বছর বয়সী ডালিচ অতীতকে একদমই পাত্তা দিতে চাচ্ছেন না, ‘পরিসংখ্যান কিংবা অতীত ইতিহাস নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই না। ইতিহাস আছেই তো নতুন করে লেখার জন্য। ফাইনালে আমাদের প্রতিপক্ষ কে সে বিষয়ে আমরা ভাবছি না। আমরা মাঠে যাব, উপভোগ করব এবং নিজেদের সেরাটা ঢেলে দেব।’
Comments