‘রোনালদোর মতোই সুপারস্টার হবে এমবাপে’

এখনও পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে তিন গোল করেছেন, তবে কিলিয়ান এমবাপে সকলের মন জিতেছেন নিজের অলরাউন্ড পারফরম্যান্স ও পরিপক্কতা দিয়ে। বাকিদের মতো এবার এমবাপেতে মজেছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারও। ১৯ বছর বয়সী এই ফ্রেঞ্চ ফুটবলারের মধ্যে নাকি তিনি ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়া দেখতে পাচ্ছেন।
Kylian Mbappe
ফ্রান্সের অনুশীলনে আঁতোয়ান গ্রিজম্যানের সঙ্গে কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

এখনও পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে তিন গোল করেছেন, তবে কিলিয়ান এমবাপে সকলের মন জিতেছেন নিজের অলরাউন্ড পারফরম্যান্স ও পরিপক্কতা দিয়ে। বাকিদের মতো এবার এমবাপেতে মজেছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারও। ১৯ বছর বয়সী এই ফ্রেঞ্চ ফুটবলারের মধ্যে নাকি তিনি ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়া দেখতে পাচ্ছেন।

১৯৮৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা লিনেকারের বিশ্বাস, ফুটবলের পরবর্তী সুপারস্টার হয়ে ওঠার মতো সব রসদই আছে এমবাপের মধ্যে, ‘ফুটবলের ভবিষ্যৎ সুপারস্টার ও। ওর ভবিষ্যৎ খুবই পরিষ্কার ও উজ্জ্বল। বিশ্বকাপের সেমিফাইনালে ও যে পারফরম্যান্স দেখাল, ওর বয়সী একজনের জন্য যা আসলেই বিস্ময়কর। ওর গতি, টেকনিক, সঠিক সময়ে সঠিক জায়গায় বল পৌঁছে দেয়ার ক্ষমতা- এসব এক কথা অবিশ্বাস্য। ও এই বয়সেই ভীষণ পরিপক্ক। আমি যত তরুণ খেলোয়াড় দেখেছি, তার মধ্যে ও অন্যতম সেরা।’

এরপরই পরবর্তী রোনালদো প্রসঙ্গ টেনে এনেছেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকার। শুধু রোনালদো নয়, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো লিমার সাথেও এমবাপের মিল খুঁজে পাচ্ছেন তিনি, ‘পরবর্তী ক্রিস্তিয়ানো রোনালদো হওয়ার সব যোগ্যতা ওর আছে। এমনকি ও তো আমাকে ব্রাজিলিয়ান রোনাল্ডোর কথাও মনে করিয়ে দেয়। সেই একই গতি, একই ক্ষিপ্রতা, একই বিচক্ষণতা। চাপ যেন ওর উপর কোন প্রভাবই ফেলতে পারে না।’

আজ ফাইনালেও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলে এমবাপের গুণমুগ্ধের তালিকা নিশ্চিতভাবেই আরও লম্বা হবে।

আরও পড়ুন ঃ দলের সবাই ফিট: ক্রোয়েশিয়া কোচ

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago