আত্মবিশ্বাসই আমাদের বড় শক্তি: মদ্রিচ
কাগজে কলমে কিংবা নামের ভারে ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়েই থাকবে ফ্রান্স। এগিয়ে থাকবে ফুটবল ঐতিহ্যের দিক থেকেও। কিন্তু তাই বলে আগে থেকেই দমে যাচ্ছেন না ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ। বলছেন, ফাইনালে আত্মবিশ্বাসই হবে তাদের সবচেয়ে বড় শক্তি।
ক্রোয়েশিয়া দলের মনোভাবের কথা বোঝাতে গিয়ে নিজের অভিজ্ঞতাকেও টেনে এনেছেন মদ্রিচ, ‘জীবনে বহুবার প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে আমাকে। অনেক কিছু শিখেছি ওই সময়গুলোতে, কিন্তু কখনো আত্মসমর্পণ করিনি। নিজের উপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খারাপ সময় আসবেই, কিন্তু তাও নিজের স্বপ্নকে তাড়া করে যেতে হবে।’
নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ খেলতে নামছেন ক্রোয়েশিয়ান ফুটবলারেরা, ম্যাচের আগে তাই আবেগতাড়িত হয়ে যাওয়ার ব্যাপারটিও উড়িয়ে দেয়া যাচ্ছে না। মদ্রিচ নিজেও নিশ্চিত নন, খেলা শুরুর আগে ঠিক কীরকম অনুভূতি হবে তাদের, ‘ম্যাচ শুরুর আগে আমাদের অনুভূতি কেমন হবে, সেটা এখনই বলাটা কঠিন। আমি কেবল এই মুহূর্তের অনুভূতির কথাই জানাতে পারি। মাঠে নামার আগমুহূর্তে তো নিশ্চিতভাবেই আবেগপ্রবণ হব, কিন্তু একবার খেলা শুরু হয়ে গেলে নিজেদের সবটা উজাড় করে দেব আমরা।’
এর আগেও বেশ কয়েকবার গোল্ডেন বল সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে হয়েছে তাকে, ফাইনালের আগেও দিতে হলো আরেকবার। তবে মদ্রিচের উত্তর থাকছে সেই আগের মতোই, ‘আমার সমস্ত মনোযোগ আমার দলের সাফল্যের উপর। এটা শুনতে ভালো লাগছে যে আপনারা আমাকে গোল্ডেন বল পাওয়ার দাবিদার মনে করছেন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের হয়ে বিশ্বকাপ জেতা। ব্যক্তিগত পুরষ্কার আমার কাছে মূল প্রাধান্যের বিষয় নয়।’
Comments