রপ্তানির জন্যে পুরস্কৃত হলো ৬৩ প্রতিষ্ঠান
গত ২০১৪-১৫ অর্থবছরে সেরা রপ্তানির জন্যে সরকার পুরস্কৃত করেছে ৬৩ প্রতিষ্ঠানকে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ (১৫ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজয়ীদের এই পুরস্কার তুলে দেন।
নোয়াম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাবের ও জোবায়ের ফেব্রিকস লিমিটেড ২০১৪-১৫ অর্থবছরে সেরা রপ্তানি আয়ের জন্যে স্বর্ণপদক লাভ করে।
তৈরি পোশাক, হোম টেক্সটাইল, টেরি টাওয়েল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত পণ্য, চামড়া, ওষুধ, সফটওয়ার ও কৃষিপণ্যসহ ২৮ বিভাগে সোনা, রূপা ও ব্রোঞ্জের এই পুরস্কারগুলো দেওয়া হয়।
গত ২০১৪-১৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় ছিল ৩১.২ বিলিয়ন ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে দুই বিলিয়ন ডলার কম।
Comments