‘গুহাবন্দি’ থাই শিশুদের প্রথম ভিডিও বার্তা
থাইল্যান্ডের একটি বিপদসংকুল গুহায় বেড়াতে গিয়ে আটকে পড়া ১২ শিশু ও তাদের ফুটবল কোচের মুক্তির খবরে উচ্ছ্বসিত হয়েছে সারা বিশ্ব। কিন্তু, ‘গুহাবন্দি’ শিশুদের উদ্ধারের পর হাসপাতালে রাখার কারণে দেখা যায়নি তাদের কচি মুখে মুক্তির আনন্দ।
দুই সপ্তাহের বেশি গুহায় আটকে থাকার পর অবশেষে ১০ জুলাই সবাইকে মুক্ত করা হয়। কিন্তু, এখনো তারা হাসপাতালে রয়েছে। তবে শিগগির শিশুরা বাড়ি ফিরতে পারবে এমন আশাবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিশুরাও বিভিন্ন ভিডিও বার্তায় জানিয়েছে তাদের ভালো থাকার কথা। এগারো থেকে ১৬ বছর বয়সী খুদে ফুটবলারদের শুভেচ্ছাবার্তা দেখতে ক্লিক করুন ভিডিওটিতে:
Comments