‘রিকশা গার্ল’-এ শাকিব
‘আয়নাবাজি’-খ্যাত পরিচালক অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রে অভিনয় করছেন শাকিব খান। ছবির নায়িকা হিসেবে একজনকে চূড়ান্ত করা হয়েছে। তবে তার নাম এখনি প্রকাশ করতে চান না পরিচালক।
অমিতাভ রেজা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ‘রিকশা গার্ল’ ছবিতে শাকিব খানকে দেশের জনপ্রিয় নায়ক হিসেবেই দেখানো হবে। দেশের মানুষের কাছে শাকিব খান যেমন, ঠিক সেভাবেই তাঁকে পর্দায় উপস্থাপন করব।”
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কয়েকদিন আগে আমার শুটিং স্পটে পরিচালক অমিতাভ রেজা এসেছিলেন। তাঁর সঙ্গে ছবি নিয়ে কথা হয়েছে। চরিত্রটি আমাকে মুগ্ধ করেছে। তাই, প্রাথমিকভাবে সম্মতি দিয়েছি। বাকিটা দেখা যাক কী হয়।”
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে নিউইয়র্কে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষে ছিল। ছবিটির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।
‘রিকশা গার্ল’ ছবির পাশাপাশি অমিতাভ রেজার নতুন আরেকটি সিনেমা ‘পুনরুজ্জীবন’-এ শাকিব খানের অভিনয় করার কথাও শোনা যাচ্ছে। ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।
Comments