‘নারীবাদী হলেও আমি বিয়ে করতে চাই’

একজন পপতারকার সঙ্গে এখন সময় কাটাচ্ছেন তিনি। তাকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন নিজের পরিবার-স্বজন-বন্ধুদের সঙ্গে। কথিত প্রেমিকের পরিবারের সদস্যদের সঙ্গে নিজেও হয়েছেন পরিচিত। তবে, তাদের বিয়ে নিয়ে যে ‘রহস্য’ রয়েছে তাই যেন তিনি একটু খোলাসা করলেন গণমাধ্যমের কাছে।
Priyanka Chopra
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

একজন পপতারকার সঙ্গে এখন সময় কাটাচ্ছেন তিনি। তাকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন নিজের পরিবার-স্বজন-বন্ধুদের সঙ্গে। কথিত প্রেমিকের পরিবারের সদস্যদের সঙ্গে নিজেও হয়েছেন পরিচিত। তবে, তাদের বিয়ে নিয়ে যে ‘রহস্য’ রয়েছে তাই যেন তিনি একটু খোলাসা করলেন গণমাধ্যমের কাছে।

তিনি বলিউডের স্বনামধন্য অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর তার ‘প্রেমিক’ নিক জোনাস একজন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী।

মুম্বাই মিররের এক প্রতিবেদনে আজ (১৬ জুলাই) বলা হয়, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা বিয়ে করতে চান। তিনি মনে করেন, এই বিয়ে ভাবনা তার নারীবাদী ভাবমূর্তির জন্যে ক্ষতিকর হবে না।

“বিয়ের বিষয়টি আমি পছন্দ করি। আমি মনে-প্রাণে বিয়ের পক্ষের একজন মানুষ। আমি নারীবাদী হলেও আমি বিয়ে করতে চাই,” বলেন ‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’ অভিনেত্রী।

নিজেকে ‘সুপার রোমান্টিক’ হিসেবে আখ্যা দিয়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, “বিয়ে আমাকে ছোট বা বড় করবে তা আমি মনে করি না। এমনকি, এটাও মনে করি না যে বিয়ে আমাকে আরও বেশি বা কম নারীবাদী করে তুলবে।”

“কাউকে ভালোবাসার অথবা কাউকে বিশেষ ব্যক্তি মনে করার চমৎকার অনুভূতিটাকেই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি,” যোগ করেন জাতিসংঘের এই বিশেষ শুভেচ্ছাদূত।

Comments