ঢাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে সমাবেশ

DU protest
১৬ জুলাই ২০১৮, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা এক সমাবেশ শেষে মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। ছবি: প্রবীর দাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করে সমাবেশ করেছেন এক দল শিক্ষার্থী।

‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সাম্প্রতিক বিভিন্ন হামলার জন্যে প্রক্টর একেএম গোলাম রব্বানীকে “দায়ী” করে তার পদত্যাগের দাবি জানান।

আজ (১৬ জুলাই) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এই সমাবেশ থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলাগুলোর নিন্দা করেন।

আন্দোলনের একজন নেতা জাকারিয়া হোসেন বলেন, “এই প্রক্টর আসার পর বিভিন্ন ঘটনা ঘটেছে।” এসব ঘটনাকে প্রক্টরের “ব্যর্থতা” হিসেবেও অভিহিত করেন তিনি।

অপর বক্তা ইতি জাহান ক্যাম্পাসে হামলার জন্যে ছাত্রলীগকে দায়ী করেন এবং এসব হামলার ঘটনায় প্রক্টরের “নীরবতার” নিন্দা করেন।

DU protest
১৬ জুলাই ২০১৮, শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ মানববন্ধনের আয়োজন করে। ছবি: স্টার/ প্রবীর দাশ

এছাড়াও, শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আলাদাভাবে মানববন্ধনের আয়োজন করে।

জাবি, রাবিতে প্রতিবাদ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর গতকালের হামলার প্রতিবাদে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’-এর ব্যানারে মৌন মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন।

ju protest
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’-এর ব্যানারে মৌন মিছিল বের করে। ছবি: সংগৃহীত

এছাড়াও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শতাধিক শিক্ষার্থী আজ সকালে বিভাগের সামনে মানববন্ধনের আয়োজন করে। তারা শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের আক্রমণের অভিযোগ তুলে এর নিন্দা জানান।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago