মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অপহরণের শিকার তরুণীসহ ৩ জন নিহত
অপহরণের শিকার এক তরুণীকে পুলিশ উদ্ধার করে রাজশাহী থেকে নারায়ণগঞ্জে ফেরার পথে মাইক্রবাসের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ওই তরুণীসহ তিন জন নিহত হয়েছেন। আজ ভোরে টাঙ্গাইলের কুমুদিনি কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে পুরো গাড়িটি দুমড়ে যায়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, নিহতরা হলেন- অপহরণের শিকার তরুণী জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), তার ভাই ফারুক মিয়া (৪০) ও মামা সিরাজুল ইসলাম (৫৫)।
এছাড়াও ওই মাইক্রোবাসে থাকা সোনারগাঁও থানার উপ-পরিদর্শক তানভীর (৩৩), সহকারী উপ-পরিদর্শক হাবিব, কনস্টেবল আজহার (৪৫) ও মাইক্রোবাসটির চালক আক্তার (৩৫) আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত পুলিশের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। মাইক্রোবাসটিতে মোট সাত জন ছিলেন।
এসপি সঞ্জিত কুমার বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ রাজশাহীর বাগমারা থেকে জান্নাতুল ফেরদৌস বন্যাকে উদ্ধার করে মাইক্রোবাসে করে ফেরার পথে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক বলেন, বিস্ফোরণের পর ফায়ার ফাইটাররা লাশ উদ্ধার করে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
Comments