২০১৮ সালের বেশি আয়ের তারকারা

floyd mayweather
ফোবর্স ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৮ সালের বেশি আয়ের তারকা মার্কিন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার। ছবি: সংগৃহীত

চলতি বছরের বেশি আয়ের তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। ২০১৮ সালের বেশি আয়ের ১০০ তারকার তালিকায় প্রথমে রয়েছেন মার্কিন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার।

২৮৫ মিলিয়ন ডলার আয় নিয়ে ৪১ বছর বয়সী মেওয়েদার চলতি বছরে ফোর্বসের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। অথচ ম্যাগাজিনটির ২০১৭ সালের তালিকায় তার নাম ছিল না। কিন্তু, সে বছরের আগস্টে লাস ভেগাসে এক লড়াইয়ে তিনি আয় করেন ২৭৫ মিলিয়ন ডলার। এছাড়াও, অন্যান্য খাত থেকে তার আয় হয় বাকি ১০ মিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। এ বছর ২৩৯ মিলিয়ন ডলার আয় নিয়ে ৫৭ বছর বয়সী এই অস্কার বিজয়ী অভিনেতা আর সব অভিনয়তারকাদের পেছনে ফেলে দিয়েছেন। তবে এই আয় এসেছে তার ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে।

১৬৬.৫ মিলিয়ন ডলার আয় নিয়ে মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও মডেল কায়লি জেনার রয়েছেন তালিকায় তৃতীয় অবস্থানে। তবে ২০ বছর বয়সী এই ধনকুবের কায়লি কসমেটিকস এর মালিক। প্রতিষ্ঠানটির ভালো ব্যবসা হওয়ায় তিনি এ বছর ফোর্বসের তালিকায় উঠে এসেছেন।

১৪৭ মিলিয়ন আয় নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন মার্কিন আইনজীবী ও টেলিভিশন ব্যক্তিত্ব জুডি শিন্ডলিন। ৭৫ বছর বয়সী এই নারী গত বছর তার গ্রন্থাগারের স্বত্ত্ব বিক্রি করে প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় করেছিলেন।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন দ্য রক নামে পরিচিত মার্কিন অভিনেতা ও পেশাদার কুস্তিগীর ডুয়াইন জনসন। ৪৬ বছর বয়সী এই তারকার আয় দেখানো হয়েছে ১২৪ মিলিয়ন ডলার।

তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে যথাক্রমে আইরিশ রক ব্যান্ড ইউটু (আয় ১১৮ মিলিয়ন ডলার), ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে (আয় ১১৫ মিলিয়ন ডলার), ৩১ বছর বয়সী আর্জেন্টিনার ফুটবলতারকা লিওনেল মেসি (আয় ১১১ মিলিয়ন ডলার), ২৭ বছর বয়সী ইংলিশ সংগীতশিল্পী এড শিরান (আয় ১১০ মিলিয়ন ডলার) এবং ৩৩ বছর বয়সী পর্তুগালের ফুটবলতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

তথ্যসূত্র: ফোর্বস

আরও পড়ুন:

বলিউডে দামি তারকা অক্ষয়, সালমান

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 622 with more than 1,500 injured

In Kabul, the capital, health authorities said rescuers were racing to reach remote hamlets dotting an area with a long history of earthquakes and floods.

6h ago