রেকর্ড গড়ে লিভারপুলে যাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক

বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন এ ব্রাজিলিয়ান। এবার তার স্বদেশী অ্যালিসন বেকার গড়ছেন গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। কারণ তাকে পেতে ৭০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। এমন সংবাদই প্রকাশ করেছেন প্রায় সব ইংলিশ গণমাধ্যমগুলো।

বর্তমানে ইতালিয়ান ক্লাব এএস রোমায় খেলছেন অ্যালিসন। ক্লাবটির হয়ে গত দুই বছর দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে আরেক দফা দারুণ পারফরম্যান্সে চাহিদা বেড়ে যায় তার। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেরও টার্গেট ছিলেন। তবে চেলসির গোলরক্ষক থিবো কর্তোয়ার সঙ্গে রিয়ালের আলোচনা প্রায় চূড়ান্ত হওয়ায় অ্যালিসনের চিন্তা বাদ দেয় দলটি।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই লরিস কারিউসের দুই দুইটি সহজ ভুলে হেরে যায় লিভারপুল। এরপর থেকেই গোলবারে বিশ্বস্ত হাত খুঁজছে লিভারপুল। বিশ্বকাপের মাঝেও একটি প্রস্তুতি ম্যাচে প্রায় একই ভুল করেছিলেন কারিউস। তাতেই অ্যালিসনকে পেতে মরিয়া হয়ে যান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

তবে এখনও চুক্তির আনুষ্ঠানিকতা কিছু হয়নি বলে জানিয়েছে অ্যালিসনের ক্লাব রোমা। শেষ পর্যন্ত ৭০ মিলিয়ন ইউরোতে চুক্তিটা সম্পন্ন হলে সবচেয়ে দামি গোলরক্ষকই হবেন তিনি। এর আগে ২০০১ সালে পার্মা থেকে জিয়ানলুইজি বুফনকে রেকর্ড ৫২.৮ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভেড়ায় জুভেন্টাস। তবে ইংলিশ ক্লাবে সবচেয়ে দামি গোলরক্ষক অ্যান্ডারসন মোয়ারেস। গত মৌসুমে বেনফিকা থেকে ৪০ মিলিয়ন ইউরোতে তাকে অন্তর্ভুক্ত করে ম্যানচেস্টার সিটি।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

33m ago