প্রথম ওয়ানডের পর যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

সব কিছু ঠিকঠাক হয়েই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও সেরে ফেলা হয়েছে। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের মাঝেই যোগ দিচ্ছেন নিল ম্যাকেঞ্জি।
Neil McKenzie

সব কিছু ঠিকঠাক হয়েই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও সেরে ফেলা হয়েছে। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের মাঝেই যোগ দিচ্ছেন নিল ম্যাকেঞ্জি।

দুদিন আগে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন ২২ জুলাই প্রথম ওয়ানডের দিন যোগ দেবেন ম্যাকেঞ্জি। সেটি পিছিয়েছে দুদিন। এখন ২৪ জুলাই গায়ানায় যোগ দেবেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই ব্যাটিং কোচের পদ খালি ছিল বাংলাদেশের। এই সময়ে ব্যাটিংয়েও বেশ ভুগতে হয়েছে দলকে। ম্যাকেঞ্জির সঙ্গে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। ফিল্ডিং পরামর্শক রায়ান কুকের সঙ্গেও চুক্তি বিশ্বকাপ পর্যন্তই।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে খেলেছেন ম্যাকেঞ্জি। ছিলেন দলের অন্যতম বড় ব্যাটিং ভরসা। বাংলাদেশের বিপক্ষে একটি বিশ্বরেকর্ডও আছে তার। ২০০৮ সালে চট্টগ্রামে গ্রায়েম স্মিথের সঙ্গে ৪১৫ রানের উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

2h ago