‘আগামী দুই বছর মোস্তাফিজের বাইরে যাওয়া ঠিক হবে না’

আইপিএল খেলতে গিয়ে বারবার চোটে পড়ায় মোস্তাফিজুর রহমানকে আগামী দুই বছর বিদেশের ফ্রেঞ্চাইজি লিগ খেলা থেকে বিরত দেখতে চান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এই পেসারের ওপর বিরক্তিই প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ভৈরবে এক রাজনৈতিক অনুষ্ঠানে গিয়েও ক্রিকেট নিয়ে কথা বলেন বোর্ড প্রধান। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের টেস্ট খেলার অনাগ্রহের কথা নিয়ে আলাপের মধ্যে উঠে আসে মোস্তাফিজের চোট প্রসঙ্গ।
এবার আইপিএলে গিয়ে চোট লাগায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। দেশ তার সার্ভিস না পাওয়ায় হতাশ বিসিবি প্রধান, ‘মোস্তাফিজ অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল। কিন্তু এখন মোস্তাফিজ বারবার চোটে পড়ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ও (মোস্তাফিজ) বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরড হচ্ছে আর দেশকে সার্ভিস দিতে পারছে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’
মোস্তাফিজের সেরা সার্ভিস পেতে তাকে আগামী দুই বছর বিদেশী ফ্রেঞ্চাইজি লিগ থেকে বাইরেও দেখতে চান নাজমুল, ‘আমাদের বোর্ডে থাকবে, বোর্ডই তাকে সেবা-শুশ্রূষা করবে, ভালো করবে। তারপর আবার ওদের জন্য ওখানে খেলতে গিয়ে ইনজুরড হয়ে এসে আবার জাতীয় দলে খেলবে না, আবার তাঁকে আমরা ঠিক করব, এটা হয় না। আমি ইতিমধ্যেই ওকে বলে দিয়েছি আগামী দুই বছর বাইরে (শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট) না যাওয়ার জন্য।’
Comments