সাকিব বলেছে নাকি যে সে খেলতে চায় না, প্রশ্ন আকরামের

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা টেস্ট খেলতে অনাগ্রহী। এই খবর দিয়ে আগের দিনই শিরোনাম হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। ক্রিকেটারদের কারো কারো অনাগ্রহ আর চোট সমস্যা মিলিয়ে সাদা পোশাকে আলাদা দল তৈরিরও উপলব্ধি ছিল বিসিবি প্রধানের। তবে দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে সে বাস্তবতা দেখছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
akram khan
ফাইল ছবি

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা টেস্ট খেলতে অনাগ্রহী। এই খবর দিয়ে আগের দিনই শিরোনাম হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। ক্রিকেটারদের কারো কারো অনাগ্রহ আর চোট সমস্যা মিলিয়ে সাদা পোশাকে আলাদা দল তৈরিরও উপলব্ধি ছিল বিসিবি প্রধানের। তবে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, সাকিবের ব্যাপারে এমন কিছু জানা নেই তার। এমনকি এখন আলাদা দল করার অবস্থা নেই বলেও জানান আকরাম। 

শুক্রবার এক অনুষ্ঠানে বিসিবি প্রধান নাজমুল হাসান সাকিব, মোস্তাফিজ, রুবেলদের নাম উল্লেখ করে তাদের টেস্টের প্রতি অনীহার কথা জানান। টেস্টের জন্য বিশেষজ্ঞ একটি দল তৈরি ছাড়া এই সংস্করণে উন্নতির উপায়ও দেখছেন না তিনি। শনিবার দলের পারফরম্যান্স পর্যবেক্ষণে নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে আকরাম খানের মত আলাদা দল করার মতো এত বিকল্প হাতে নেই, 'টেস্টে আলাদা দল গঠনের মতো অবস্থা আমাদের এখনো হয়নি। যেহেতু আমাদের বিকল্প (ক্রিকেটার) অনেক কম। হিসেব করলে দেখবেন যে ৮০ ভাগ ক্রিকেটার কিন্তু তিন ফরম্যাটেই খেলছে। আপনার তো অপশনটি থাকতে হবে তাহলেই না আলাদা দল তৈরি করা যাবে।' 

সাকিবের টেস্ট খেলার অনাগ্রহের কথা বোর্ড সভাপতি বললেও আকরাম বলছেন মুখে সাকিব এখনো তা বলেননি , 'সে তো টেস্ট খেলছে, আর টেস্টের অধিনায়কও সে। সে কি বলেছে যে সে খেলতে চায় না।

বোর্ড প্রেসিডেন্টের কথা ধরিয়ে দেওয়া হলে তখন আকরাম বলেন, 'উনি কি বলেছেন এই ব্যাপারে আমি পুরোপুরি জানি না। সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে আমি মনে করি যে তিনটি ফরম্যাটই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

তবে কোন ক্রিকেটারের কোন এক ফরম্যাটে খেলতে অনীহা জানানোটা ভাল চোখেও দেখেন না সাবেক এই অধিনায়ক, 'এমনটা আসলে হওয়া উচিত না। আমার নিজের কাছে শুনেও ব্যাপারটি খারাপ লাগলো।'

ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট ম্যাচেই নাজেহাল হয়েছে বাংলাদেশ। ক্রিকেটে খারাপ সময় আসতেই পারে, তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আকরামদের কাছেও চিন্তাই বাইরে, ‘টেস্টের পারফর্মেন্স ভালো হয়নি দেখেই আমরা আলাপ আলোচনা করেছি। যেহেতু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ভালো করতে পারিনি সেই কারণে আলোচনা হয়েছে। মাঝে মধ্যে খারাপ পারফর্মেন্স হতেই পারে, তবে এত খারাপ হবে সেটি চিন্তা করিনি। এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো সেটি নিয়ে আলোচনা করা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Extreme weather events threatening food security

Since May last year, Bangladesh faced more than a dozen extreme weather events -- four cyclones, nine incidents of floods, and multiple spells of heavy rains, heatwaves, and cold waves -- and now they threaten food security..These events not only harmed individual farmers and food security

3h ago