ফিরলেন পূর্ণিমা
বেশ অনেক বছর পর নতুন সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পূর্ণিমাকে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ শিরোনামের একটি ছবিতে থাকছেন এই অভিনেত্রী।
পূর্ণিমা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই কয়েক বছরে কিছু ছবির প্রস্তাব এসেছে। কিন্তু, সেগুলোর গল্প, চরিত্র পছন্দ হয়নি বলে অভিনয় করা হয়নি।”
“খুব করে চেয়েছিলাম ভালো গল্পের একটি সিনেমা দিয়ে ফিরতে। ‘জ্যাম’ ছবির গল্পটি ভালো লেগে গেল। আরও একটি কারণ হলো মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হচ্ছে ছবিটি,” যোগ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
“প্রতিনিয়ত মান্না ভাইকে অনুভব করি। মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং শেলী ভাবীর ভালোবাসায় এই কাজটি করছি,” জানান ‘এ জীবন তোমার আমার’-অভিনেত্রী পূর্ণিমা।
‘জ্যাম’ ছবির গল্পটি লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরী এবং সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। আগামীকাল (২৩ জুলাই) ঢাকা ক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে ছবির অন্যান্য পাত্র-পাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ‘জ্যাম’ ছবিটি নির্মিত হচ্ছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি ফিল্মস থেকে। দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ থাকার পর কৃতাঞ্জলি ফিল্মস চালু করছেন মান্নার স্ত্রী শেলী মান্না। প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে আগামী অক্টোবর থেকে ‘জ্যাম’ সিনেমার শুটিং শুরু হবে।
Comments