কারিউসকে উৎসাহী বার্তা দিলেন সালাহ

দুঃসময়টা পিছু ছাড়ছে না লরিস কারিউসের। সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে শুরু। এরপর কি যেন হয়ে গেল তার। একের পর এক ভুল করেই যাচ্ছেন লিভারপুলের এ গোলরক্ষক। তবে তাকে সাহস যোগাতে টুইটারে দারুণ এক বার্তা দিয়েছেন সতীর্থ মোহাম্মদ সালাহ।

দুঃসময়টা পিছু ছাড়ছে না লরিস কারিউসের। সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে শুরু। এরপর কি যেন হয়ে গেল তার। একের পর এক ভুল করেই যাচ্ছেন লিভারপুলের এ গোলরক্ষক। তবে তাকে সাহস যোগাতে টুইটারে দারুণ এক বার্তা দিয়েছেন সতীর্থ মোহাম্মদ সালাহ।

আগের দিন বুরুশিয়া ডর্টমুণ্ডের বিপক্ষে সহজ একটি ভুল করেছেন কারিউস। বিশ্বকাপ চলাকালীন সময়েও ট্রানমেয়ার রোভার্সের বিপক্ষেও একটি ভুল করেছিলেন তিনি। তবে গতকালের ভুলের পর লিভারপুল সমর্থকরা আর তাকে মানতেই পারছেন না। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে নানা কাঁটাছেঁড়া।

এদিকে লিভারপুলও বসে নেই। তার অবস্থা দেখেই দলে ভিড়িয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারকে। তাই লিভারপুলেও জায়গাটা তার নড়বড়েই। ঠিক এ সময়ে মিসরীয় তারকা সালাহই তার পাশে প্রথম দাঁড়ালেন। তাকে দারুণ এক বার্তা দিয়ে নিজের টুইটারে লিখেছেন, ‘শক্ত থাকো কারিউস, সেরা খেলোয়াড়দের এমনটা হয়। উপেক্ষা কর তাদের যারা লরিস কারিউসকে ঘৃণা করে।’

আগের দিন ডর্টমুণ্ডের বিপক্ষে বাজে দিন কাটানোর পর আক্ষেপ করেই কারিউস তার নিজের ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি তাদের জন্য কিছু একটা অনুভব করছি, যারা অন্যের কষ্টে আনন্দ পায়। জীবনে যাই ঘটুক এই রাগ এবং ঘৃণা ধরে রেখো। আমি প্রার্থনা করি বাজে সময় চলে যাবে, ভালো সময় তোমার জীবনে আসবে।’

রোমা থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যালিসনকে আনায় নিজের ভাগ্য অন্য কোথায় খুঁজতেই হচ্ছে কারিউসকে। দলের প্রধান গোলরক্ষক হিসেবে থাকছেন এ ব্রাজিলিয়ানই। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি কারিউস, ‘এটা (অ্যালিসনকে দলে টানা) আমার জন্য ভালো না, তবে এখনই বলতে পারছি না কি করবো। কিছু সময় এখনও বাকি আছে।’

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

2h ago