ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে রোমা-বার্সেলোনার 'যুদ্ধ'
গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাটকীয়ভাবে এস রোমার কাছে হেরে বিদায় নিয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ক্ষোভটা হয়তো তখন থেকেই মনে মনে পুষে রেখেছিল তারা। সে ক্ষত থেকেই হয়তো এবার নতুন এক নাটকীয়তা জন্ম দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ম্যালকমকে রোমা থেকে এক প্রকার ছিনতাই করে নিয়েছে বার্সা।
আলোচনা শেষে চুক্তিও প্রায় চূড়ান্ত। রোমা তো নিজেদের অফিসিয়াল টুইটারে ঘোষণাও দিয়ে দেয় ম্যালকমকে কিনে নিচ্ছে তারা। এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে তৈরি ছিলেন রোমা সমর্থকরাও। স্কাই স্পোর্টসের খবর অনুযায়ী, রোমায় পৌঁছে সোমবার রাতে তার শারীরিক পরীক্ষাও হওয়ার কথা চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎই যেন বদলে যায় পটভূমি। থামিয়ে দেওয়া হয় ম্যালকমের ইতালি যাত্রা।
৩২ মিলিয়ন পাউন্ডে ফ্রান্সের বোর্দোর সঙ্গে চুক্তি করেছিল রোমা। কিন্তু শেষ মুহূর্তে ম্যালকমের জন্য বোর্দোকে নতুন অফার দেয় বার্সেলোনা। ৩৬ মিলিয়ন পাউন্ড সঙ্গে বোনাস। আর তাতেই বাতিল হয়ে যায় তরুণ ব্রাজিলিয়ানের ইতালি যাত্রা। ক্লাব থেকে ম্যালকমকে ফ্রান্সেই থেকে যাওয়ার কথা বলা হয়েছে। আর তাতেই হইচই পড়ে যায় ফুটবল বিশ্বে।
এ ঘটনাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ছিনতাই হিসেবেই আখ্যায়িত করেছে। তবে এমন ঘটনা ফুটবলে নতুন কিছু নয়। এর আগেও অনেক বারই হয়েছে। এমন ঘটনার স্বীকার হয়েছিল বার্সাও। ২০০০ সালের ২৪ জুলাই খুব অল্প সময়ের সিদ্ধান্তে বার্সেলোনা ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন লুইস ফিগো। বার্সেলোনার পক্ষ থেকে সে ঘটনাকে ছিনতাই বলেই আখ্যায়িত করা হয়।
যদিও এখনও কোন কিছুই চূড়ান্ত নয়। বার্সেলোনা থেকে অফার দেওয়া হয়েছে। তবে তাতে বেজায় খেপেছেন রোমার সমর্থকরা। এদিকে চেলসির সঙ্গে আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানকে পেতে চাইছে বার্সেলোনা। বেশ কয়েকবার অফার দিয়েও তাকে পাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। ম্যালকমকে দিয়ে সে শূন্যস্থান পূরণের চেষ্টা করছে তারা।
২১ বছর বয়সী ম্যালকম গত মৌসুমে দারুণ খেলেছেন বোর্দোর হয়ে। ব্রাজিলের ভবিষ্যৎ তারকা ভাবা হয় তাকে। খেলতে পারেন দুই উইংয়েই। গত মৌসুমে গোল করেছেন ১২টি। আর তাতেই মজেছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।
Comments