ইমরান মাহফুজের কবিতা উঠে এলো অ্যালবামে

Emran Mahfuz er album
‘দীর্ঘস্থায়ী শোকসভা’ আবৃত্তি অ্যালবামের প্রকাশনা উৎসবে অতিথিরা। ছবি: স্টার

সম্প্রতি হয়ে গেল ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ আবৃত্তি অ্যালবামের প্রকাশনা উৎসব। আবৃত্তির পাশাপাশি কবিতা নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানটিতে।

রাজধানীর লায়নিক মাল্টিমিডিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, বেলায়েত হোসেন, কবি জাহিদুল হক, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি আলমগীর রেজা চৌধুরী ও কথাশিল্পী জুলফিয়া ইসলাম।

অনুষ্ঠানে কবিতা নিয়ে কথা বলেন কবি মাসুদ মুস্তাাফিজ, রাসেল আবদুর রহমান ও গিরিশ গৈরিক। সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী।

অনুষ্ঠানে বক্তারা কবি ইমরান মাহফুজের কবিতা নিয়ে বিশ্লেষণ এবং অ্যালবামে আলমগীর ইসলাম শান্ত’র আবৃত্তির প্রশংসা করেন। মূল বইতে তিনটি পর্বে ৬০টি কবিতা রয়েছে। এখান থেকে ১১টি কবিতা নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। অ্যালবামে ‘সাগর বিরহে নগর’ নামের একটি কবিতা রয়েছে কবিকণ্ঠে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গল্পকার সোহরাব শান্ত।

লায়নিক মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং ঐতিহ্য প্রকাশনীর সহযোগিতায় প্রকাশিত অ্যালবামটি পাওয়া যাবে শাহবাগ পাঠকসমাবেশ ও সুরের মেলায়।

Comments