শেষ পর্যন্ত বার্সেলোনাতেই ব্রাজিলের ম্যালকম

এয়ারপোর্টে ম্যালকমকে স্বাগত জানাতে তৈরি ছিলেন রোমার সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে তাদের টেক্কা দিয়ে এ ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনে নিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাই। পাঁচ বছরের জন্য স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করবেন ২১ বছর বয়সী এ তরুণ।

এয়ারপোর্টে ম্যালকমকে স্বাগত জানাতে তৈরি ছিলেন রোমার সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে তাদের টেক্কা দিয়ে এ ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনে নিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাই। পাঁচ বছরের জন্য স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করবেন ২১ বছর বয়সী এ তরুণ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ ট্রান্সফারকে অনেকটা হাইজ্যাকই বলছে। কারণ আলোচনা শেষে তার সঙ্গে মৌখিক একটা চুক্তিও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল রোমা। এমনকি নিজেদের অফিসিয়াল টুইটারে ঘোষণাও দিয়ে দেয় ম্যালকমকে কিনে নিচ্ছে দলটি। সোমবার রাতে তার শারীরিক পরীক্ষাও হওয়ার কথা চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎই যেন বদলে যায় পটভূমি। শেষ মুহূর্তের অফারে তাকে কিনে নেয় বার্সেলোনা।

বোর্দোকে ৩২ মিলিয়ন পাউন্ড অফার দিয়েছিল রোমা। তাতে সন্তুষ্ট ছিল দলটি। শেষ মুহূর্তে ৩৭ মিলিয়ন পাউন্ডের অফার দেয় বার্সেলোনা। তাতে থেমে যায় ম্যালকমের ইতালি যাত্রা। মূলত চেলসির ব্রাজিলিয়ান তারকাকে না পেয়েই ম্যালকমকে হুট করে কিনে ফেলে বার্সেলোনা। উইলিয়ানের জন্য চার বার বিড করেছিল বার্সা।

নতুন ক্লাবে যোগ দিয়ে মাঠে নামতে যেন তোর সইছে না ম্যালকমের। উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমি অনন্য অভিজ্ঞতা অনুভব করছি। আমি সত্যিই অনেক খুশি। পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবে এসে আমার স্বপ্ন সত্যি হলো। আশা করি সমর্থকদের সন্তুষ্ট করতে পারব। আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আমি খুব রোমাঞ্চিত এবং তাড়াতাড়ি শুরু করতে চাই। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনায় নিজের পছন্দের জার্সিও পেয়েছেন ম্যালকম। ৭ নাম্বার জার্সি পড়ে খেলবেন তিনি। এ জার্সিটি অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসী উইঙ্গার আতোঁয়া গ্রিজম্যানের জন্য রেখেছিল বার্সা। গত মৌসুমে এ জার্সি পড়ে খেলেছেন আর্দা তুরান। এর আগে এ জার্সি পড়ে খেলেছেন পেদ্রো ও ডেভিড ভিয়ার মতো খেলোয়াড়রা।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago