রজত জয়ন্তীতে ‘পরিবর্তন’

Paribartan
রেশাদ মাহমুদ, রমা, তানজিনা রুমা, শুভ, আনিকা তাসনীম, রেশমী মির্জা, ঐশী, কৃতি, নাজু আখন্দ এবং উপমা। ছবি: সংগৃহীত

আজ ২৫ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে রজত জয়ন্তীর ‘পরির্বতন’। ম্যাগাজিন অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

রজত জয়ন্তীর জন্য ‘পরিবর্তন’-এ নতুনভাবে তৈরি করা হয়েছে তিনটি পুরনো গান। এর মধ্যে ২৫ বছর পর জনপ্রিয় ব্যান্ডদল রেঁনেসার জনপ্রিয় একটি গান ‘হৃদয় কাদামাটি কোন মূর্তি নয়’ নতুন করে তৈরি করা হয়েছে। সুজন আরিফের সংগীতায়োজনে গানটি গেয়েছেন নতুন প্রজন্মের ১০জন সংগীতশিল্পী।

চারটি জনপ্রিয় লোকগানের অংশ বিশেষের সমন্বয়ে জাহিদ বাশার পংকজের কম্পোজিশনে গেয়েছেন ১০জন নারী সংগীতশিল্পী- হৈমন্তী রক্ষিত মান, নওরিন, বেলী আফরোজ, আয়েশা মৌসুমী, শাহীনা হক, বৃষ্টি, টিনা মোস্তারি, লাবণ্য, আর্ণিক এবং প্রিয়াংকা বিশ্বাস।

‘কী জ্বালা দিয়া গেলা মোরে’ গানটিতে জাহিদ বাশার পংকজ নতুন করে সংগীতায়োজন করেছেন। গানটি গেয়েছেন দুই প্রজন্মের ১০জন সংগীতশিল্পী- রেশাদ মাহমুদ, রমা, তানজিনা রুমা, শুভ, আনিকা তাসনীম, রেশমী মির্জা, ঐশী, কৃতি, নাজু আখন্দ এবং উপমা।

২৫ বিষয়ক বিভিন্ন কুইজ ছাড়াও ৭০জন সংগীত, অভিনয় ও নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এবারের পর্বে। ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানের প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago