টি-টোয়েন্টিতে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে ‘খুব করে চেয়েছে’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল এখনো ঘোষণা করা হয়নি। তবে টি-টোয়েন্টি খেলতে এরমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেছেন ওপেনার সৌম্য সরকার ও অলরাউন্ডার আরিফুল হক। দুজনেই যে দলে আছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। আরিফুলকে নিয়ে দ্বিধা না থাকলেও সৌম্যকে দলে নেওয়া নিয়ে দোটানায় ছিলেন নির্বাচকরা। তবে টিম ম্যানেজমেন্টের তীব্র চাওয়াতেই আগ্রাসী এই ব্যাটসম্যানকে বাদ দিতে পারেননি।
ফর্ম হারানোয় ওয়ানডে আর টেস্ট দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টিতে টিকে ছিলেন সৌম্য। এই ফরম্যাটে তার পারফরম্যান্সও ছিল ভাল। গত বছর করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান। কিন্তু সম্প্রতি টি-টোয়েন্টিতে রান পাচ্ছেন না তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে এক ফিফটি করার পর নিদহাস কাপ আর আফগানিস্তান সিরিজ ফের ব্যাটে খরা তার।
খেলার ধরণের কারণে সৌম্য বরাবরই কোচ-অধিনায়কদের প্রিয় পাত্র। তাকে ফর্মে ফেরাতে খেলানো হয় ‘এ’ দলে। সেখানেও রান পাননি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন সৌম্যকে নিয়ে তাদের ধর্য্যচ্যুতি হলেও টিম ম্যানেজমেন্ট এবারও খুব করে দলে চেয়েছে এই ওপেনারকে, ‘টি-টুয়েন্টির জন্য আমরা ইতিমধ্যেই আরিফুল হক ও সৌম্য সরকারকে পাঠিয়েছি। আরিফুল হককে আমরা নির্বাচকরা প্রথমেই পছন্দ করেছি। আর সৌম্যর সাম্প্রতিক ফর্মের কারণে আমরা তার ব্যাপারে আমরা একটু দোটানায় ছিলাম। এই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে খুব করে চেয়েছে।’
টিম ম্যানেজমেন্ট বলতে কোচ আর অধিনায়ক। কোচ স্টিভ রোডস নতুন দায়িত্ব নিয়েছেন। এক্ষেত্রে অধিনায়ক সাকিব আল হাসানে ভূমিকাই হয়ত বেশি। নির্বাচকরাও টিম ম্যানেজমেন্টের চাওয়াকে প্রাধান্য দিয়েই পথ চলতে চান, ‘দল নির্বাচনের ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের জন্য একটা জায়গা রাখি সব সময়। ওদের চাহিদা অনুযায়ীই দলে নেয়া হয়েছে সৌম্যকে।’
ওয়েস্ট ইন্ডিজে টিম ম্যানেজমেন্ট কেন সৌম্যকে খুব করে চাইছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক, ‘বিদেশে সে আগে যথেষ্ট ভালো খেলেছে। বাউন্সি উইকেটে স্কয়ারে অব দ্যা উইকেটে সে ভালো খেলে। গত আট মাস ধরে সে রানে নেই যা আমাদের যথেষ্ট ভুগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বাউন্সি উইকেট আর ফ্লোরিডার উইকেটও একটু গতিময়। এই জন্যই টিম ম্যানেজমেন্ট তাকে দলে চাইছে।’
সৌম্যকে রাখা হয়েছে আয়ারল্যান্ড সফরের ‘এ’ দলে। সেখানে ওয়ানডেতে তিনি সহ-অধিনায়ক। টি-টোয়েন্টিতে করবেন অধিনায়কত্ব। জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়ায় সফরের শুরু থেকে তাকে পাবে না ‘এ’ দল। পরিকল্পনা করেই এই ওপেনারকে ‘এ’ দলে রাখার কথা জানান মিনহাজুল, ‘ আমাদের আলাদা পরিকল্পনা ছিল সৌম্যকে নিয়ে, 'এ' দলের যথেষ্ট খেলা আছে সামনে। এই শ্রীলঙ্কা সিরিজেও খেলেছে সে। তারপরও আমি আশাবাদী সে ফর্মে ফিরে আসবে।’
Comments