হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে শক্ত চ্যালেঞ্জ

শিমরন হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে শেষ ওভারে অলআউট হওয়ার আগে ২৭১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার লোকাল হিরো হেটমায়ার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ৯৩ বলে ১২৫ রান। 

প্রথম ওয়ানডের মতো এদিনও টস জিতেছিলেন মাশরাফি মর্তুজা। তবে দিবারাত্রীর ম্যাচে আগে নিয়েছিলেন ফিল্ডিং। বোলিং ঠিকঠাক হলেও সেই ফিল্ডিংই হয়নি জুতসই। হাত ফসকে বেরিয়েছে একাধিক ক্যাচ। তার সুবিধা নিয়ে শক্ত চ্যালেঞ্জ দাঁড় করাতে পেরেছেন হেটমায়াররা।

এদিনও শুরুটা মনমতো এনে দেন অধিনায়ক মাশরাফিই। এভিন লুইসকে ফাঁদে ফেলেন এলবিডব্লিওর। ২৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দেখেশুনে ব্যাট করার চেষ্টায় ছিলেন ক্রিস গেইল। দারুণ  আটসাটো বল করতে থাকা মেহেদী হাসান মিরাজ তাকে আগাতে দেননি বেশি। সুইপ করতে গিয়ে এলবডব্লিও হন উইন্ডিজের সবচেয়ে বড় তারকা।

খানিক পর আবার সাফল্য। বল করতে এসে উইকেট পেতে সময় নেননি সাকিব আল হাসান। তার বলে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন  শাই হোপ। বল করতে এসে প্রথম ওভার এদিনও উইকেট পেয়েছেন রুবেল হোসেন। জেসন মোহাম্মদকে আউট করে ম্যাচের লাগাম এনেছিলেন বাংলাদেশের দিকেই। কিন্তু আবারও দাঁড়িয়ে যান শিমরন হেটমায়ার। গায়ানিজ বলে স্পিনটা ভাল খেলতে জানেন, ঘরের মাঠে সব ফায়দাই তুলেছেন তিনি। রোবম্যান পাওয়েলের সঙ্গে তার পঞ্চম উইকেটে শতরানের জুটিতেই আসে শক্ত স্কোরের ভিত।

তাদের জুটির সময় অবশ্য বেশ গাছাড়া ছিল বাংলাদেশের ফিল্ডিংও। ক্যাচ উঠিয়েও বেঁচেছেন হেটমায়ার। হাত ফসকে বেরিয়েছে রানও। ৪০ ওভারের পরে আবার বল করতে এসে জুটিটি ভেঙ্গেছেন রুবেলই। সোজা বলে চালাতে গিয়ে বোল্ড হন ৪৪ রান করা পাওয়েল।

খানিকপর বিপদজনক জেসন হোল্ডারকে ফেরান সাকিব। সাকিবের বলে বিশাল এক ছক্কা মারার পরের বলে আবার চালাতে গিয়ে স্টাম্পিং হন তিনি। তবে আটকানো যায়নি হেটমায়ারকে। ৮৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি।

টস জিতে আবারও ফিল্ডিং

গায়ানায় দিনের আলোতে প্রথম ওয়ানডে টস জিতে আগে ব্যাটিং নিয়ে জিতেছিল বাংলাদেশ। এবার দিন রাত্রির ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিলেন মাশরাফি মর্তুজা। 

একই মাঠে এবার আগে ফিল্ডিংয়ে যাওয়ার কারণ আগের রাতের বৃষ্টি বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি, 'আগের রাতে এখানে বৃষ্টি হয়েছে। শুরুর দিকে তাই বোলাররা বাড়তি সুবিধা পেতে পারে। তাই আমরা ফিল্ডিং নিচ্ছি।'

আগের ম্যাচ জেতা একাদশে থেকে কোন বদল আনেনি বাংলাদেশ। সিরিজে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে পাচ্ছে না চোটে পড়া আন্দ্রে রাসেলকে। তার বলে দলে এসেছেন কেমো পল। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশের করা ২৭৯ রানের জবাবে ২৩১ রানে থেমেছিল স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে সিরিজ জয়। 

বাংলাদেশ একাদশ:  তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রোবমান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলে নার্স, আলজেরি জোসেফ

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

2h ago