১৩৭ থেকে সামান্য দূরে ইমরান

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত (২৬ জুলাই) পাওয়া খবরে দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৩টি আসন নিয়ে এগিয়ে রয়েছে।
PTI supporters
নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকদের উল্লাস। ছবি: এএফপি

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত (২৬ জুলাই) পাওয়া খবরে দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৩টি আসনে এগিয়ে রয়েছে।

সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৬৪ আসনে জয় লাভ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-নওয়াজ)। অন্যদিকে, বেনজীর-পুত্র বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়াও, ধর্মীয় দলগুলোর জোট মুত্তাহিদা মজলিস-এ আমল (এমএমএ) নয়টি এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পাঁচটি আসন পেয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে ৪৭ শতাংশ কেন্দ্রের ভোট গণনা হয়েছে বলে জানানো হয়।

ইমরানের পিটিআই ১১৩টি আসনে এগিয়ে থাকলেও এককভাবে সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় ১৩৭টি আসন দলটি পাবে কী না, তা এখনও নিশ্চিত নয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা যদি নাও পান, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান।

কারারুদ্ধ নওয়াজের ভাই এবং পিএমএল-নওয়াজ এর সভাপতি শাহবাজ শরীফ লাহোরে গতকাল (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই প্রাথমিক ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দল শুরু থেকেই অনিয়মের অভিযোগ আনে। নির্বাচনের দিনে কোয়েটা শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়। এছাড়াও, নির্বাচনকে কেন্দ্র করে চলতি মাসে বিভিন্ন হামলায় ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন প্রার্থীও রয়েছেন।

Comments

The Daily Star  | English

Labour Issues: Govt, businesses play down prospects of US trade penalties

The government and business leaders have played down the significance of the diplomatic note from the Bangladesh embassy in Washington DC to the commerce ministry about possible measures like trade penalties and visa restrictions over labour issues.

15h ago