পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে ইমরান খান
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের পুরো ফলাফল পেতে এখনো ঢের সময় বাকি- এমনটিই জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। পুরো ফলাফল পেতে দেরি হওয়া নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে সেখানে। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) ছাড়া অন্যসব দল নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে।
এরই মধ্যে পাওয়া প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে সাবেক ক্রিকেটার ইমরানের পিটিআই এগিয়ে রয়েছে ক্ষমতা লাভের লড়াইয়ে।
সংবাদমাধ্যম ডনের খবরে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ৪৭ শতাংশ কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে। সেই গণনায় ১১৩ টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই। তবে কোনো কোনো ভারতীয় সংবাদমাধ্যম সেই সংখ্যা ১১৯ উল্লেখ করছে।
এই দলটির পরেই রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও বর্তমানে কারারুদ্ধ নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-নওয়াজ)। পিএমএল জিতেছে ৬৪ আসন।
সেই হিসেবে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন ইমরান খান।
Comments