৫ বছর পর দুজন একসঙ্গে

jannat
অভিনয়তারকা মাহিয়া মাহি এবং সাইমন সাদিক। ছবি: সংগৃহীত

পাঁচ বছর পর জুটি হয়ে সিনেমা পর্দায় ফিরছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। ২০১৩ সালে তাদের একসঙ্গে ‘পোড়ামন’ ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর তাদের আর দেখা যায়নি পর্দায়। ঈদুল আজহায় দুজন আসছেন ‘জান্নাত’ ছবি নিয়ে।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ভিন্ন রকম একটি গল্প দর্শকরা দেখতে পাবে। একজন বিপথগামী জঙ্গির প্রেমের গল্প রয়েছে ছবিতে।”

পরিচালকের মন্তব্য, “ভুল পথে গিয়ে জীবনে যে ধরনের বিপর্যয় নেমে আসে সেটা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। দর্শকরা নতুন করে তাদের খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।”

“অনেক ভেবে ঈদুল আজহায় ছবিটা মুক্তি দেয়ার চিন্তা করেছি,” যোগ করেন মানিক।

আসছে ঈদুল আজহায় ‘জান্নাত’ ছবি মুক্তির ঘোষণা দিতে আগামী ২৮ জুলাই রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান ছবিটির পরিচালক।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago