কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোচ থাকছেন তিতেই
২০১৬ কোপা আমেরিকায় হতাশাজনক ফলাফলের পর ব্রাজিলের কোচ হন তিতে। ছন্নছাড়া দলটি যেন তার জাদুর ছোঁয়ায় বদলে যায়। হট ফেভারিট হয়েই বিশ্বকাপে আসে তার দল। যদিও প্রত্যাশা মেটাতে পারেননি রাশিয়ায়। কিন্তু কোচ হিসেবে প্রশংসাই পেয়েছেন। তাই ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়িয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
১৯৭৮ সালে ক্লাদিও কৌতিনহোর পর তিতেই একমাত্র কোচ যিনি কিনা বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে না পারার পরও কোচ থাকছেন। রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ১-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল সেলেকাওরা। কিন্তু তিতের পারফরম্যান্সে সন্তুষ্ট দেশটির ফুটবল ফেডারেশন। নিজস্ব ওয়েবসাইটে বুধবার এক বিবৃতে ফেডারেশন জানিয়েছে, ‘সিবিএফ ২০২২ সাল কাতার বিশ্বকাপ পর্যন্ত তিতের চুক্তি নবায়ন করেছে। ’
৫৭ বছর বয়সী তিতেও তার চুক্তির নবায়নে বেশ খুশি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ফেডারেশন আমাকে কিছু শর্ত দিয়েছে দলে পেশাদার মনোভাব ফিরিয়ে আনা এবং একতা বাড়ানোর। এটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ কিন্তু এটা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমি এরই মধ্যে পরের ম্যাচ ও প্রতিযোগিতাগুলো নিয়ে মনোযোগ দিচ্ছি।’
তিতের প্রথম চ্যালেঞ্জ এখন কোপা আমেরিকা ট্রফি জয় করা। ২০০৯ সালে ব্রাজিলেই অনুষ্ঠিত হবে এ আসর। তবে আগামী মাসেই মাঠে নামছে তার দল। ৭ সেপ্টেম্বর নিউজার্সিতে মার্কিন যুক্তরাষ্ট্রর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
২০১৬ সালের জুনে দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে। তার অধীনে ২৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল। তাতে হার মাত্র দুটিতে। জিতেছে ২০টি ও ড্র হয়েছে চারটি। ক্লাব ক্যারিয়ারে বরাবরই সফল ছিলেন তিতে। ব্রাজিলের কোচ হওয়ার আগে করিন্থিয়ান্সের হয়েই ছয় বছরে সাতটি শিরোপা জিতেছেন তিনি।
Comments