ফরিদপুরে ‘জীবনের জয়গান’ উৎসব
ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে আজ (২৬ জুলাই) সকালে আয়োজন করা হয় ‘জীবনের জয়গান’ উৎসব। আয়োজনের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে চলছে স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।
কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় সকাল সাড়ে ১০টার দিকে প্রদর্শনীটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশার্রফ আলী। সেসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা ও অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অধ্যাপক মোশার্রফ আলী এ ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে তা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, তিনি এ ধরনের কার্যক্রমকে উৎসাহ দিতে কলেজের নির্মাণাধীন ভবনে একটি গ্যালারি করার ইচ্ছা প্রকাশ করেন।
স্থিরচিত্র প্রদর্শনীতে ৪৩টি পুরস্কারপ্রাপ্ত ছবি স্থান পেয়েছে। এছাড়াও, রয়েছে চারটি চলচ্চিত্র দেখানো ব্যবস্থা।
উল্লেখ্য, এ বছর ‘জীবনের জয়গান’ উৎসব ১১তম বছরে পড়েছে। এতে আগ্রহীরা অংশ নিতে পারেন তাদের স্থিরচিত্র, চলচ্চিত্র ও গীতিকাব্য নিয়ে। কাজ জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই।
এ বছর স্থিরচিত্র ও গীতিকাব্যের মূল প্রতিপাদ্য বিষয় ‘স্থাপত্যে বাংলাদেশ’। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন www.celebratinglifebd.com ওয়েবসাইটে।
Comments