পশ্চিমবঙ্গের নতুন নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাশ বিধানসভায়
বাংলাদেশের পাশে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য খুব শিগগিরই সরকারিভাবে ‘বাংলা’ নামে পরিচিত হবে। রাজ্যটির বিধানসভায় আজ (২৬ জুলাই) দুপুরে তিন ভাষায় ‘বাংলা’ নামটিই সর্বসম্মতভাবে পাশ হয়েছে।
এর আগে ২০১৬ সালের ২৯ আগস্ট রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ নামের পরিবর্তন এনে তিনটি ভাষায় তিনটি নামের প্রস্তাব পাশ হয়। ওই তিন ভাষায় মধ্যে, বাংলাতে রাজ্যের নামের প্রস্তাব করা হয়েছিল ‘বাংলা’। হিন্দিতে ‘বাঙাল’ আর ইংরেজিতে ‘বেঙ্গল’ নাম প্রস্তাব পাশ হয়েছিল।
কিন্তু, পশ্চিমবঙ্গের বর্তমান নাম পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভায় খারিজ হয়ে যায়। বলা হয়, একক নাম নির্ধারণ না করলে নাম পরিবর্তন করা যাবে না। এ ক্ষেত্রে তারা বেশ কিছু পরামর্শও দেয়।
কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই নাম পরিবর্তন ইস্যু নিয়ে বেশ কয়েক মাস ধরেই চিঠি চালাচালি হচ্ছিল। তবে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে নাম চূড়ান্ত করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায় কেন্দ্র। সম্প্রতি, আরেক দফায় চিঠি পাঠিয়ে বলা হয়, রাজ্য যেন একটি নাম চূড়ান্ত করে পাঠায়।
কেন্দ্রের নরম মনোভাব টের পেয়েই রাজ্য সরকার তিন ভাষায় তিন নামের স্থলে তিন ভাষায় একক নাম চূড়ান্ত করার নীতিগত সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় তোলা হয় নাম পরিবর্তন সংশোধনী বিলটি। সেই বিল উত্থাপন করার পর সর্বসম্মতভাবে পশ্চিমবঙ্গের নতুন ‘বাংলা’ নাম (তিন ভাষাতে একই) পাশ হয়ে যায়।
এবার ‘বাংলা’ নামটি কেন্দ্রের কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় সরকার নতুন নামের অনুমোদন দেওয়ার পরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চূড়ান্তভাবে তার অনুমোদন দেবেন। বিধানসভার সরকারি দলের চিফ হুইপ নির্মল ঘোষ জানিয়েছেন, “তিন ভাষাতেই বাংলা নামই থাকছে। সর্বসম্মতিক্রমে নামের সংশোধনী বিলটি পাশ হওয়া তিনি বিধায়কদের ধন্যবাদও জানান।”
‘পশ্চিমবঙ্গ’ বাংলা হলেও ইংরেজিতে পশ্চিমবঙ্গকে ‘ওয়েস্ট বেঙ্গল’ লেখা হয়। অ্যালফাবেটিক হিসাবে আন্তর্জাতিকভাবে তালিকা তৈরি হওয়ায় দেশে কিংবা দেশের বাইরে ওয়েস্ট বেঙ্গল নামটি নিচের দিতে থাকে। ফলে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা বক্তব্য দেওয়া কিংবা উন্নয়নমূলক মূল্যায়নের ক্ষেত্রে পরে ডাক পান। বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নজরে আসায় তিনিই ২০১১ সালের পর নাম পরিবর্তন করার ঘোষণা করেন। এরপরই প্রথম দফায় তিনি নাম পরিবর্তনের বিল পেশ করে তা পাশও করেন।
কিন্তু, কেন্দ্রের সঙ্গে নানা ইস্যুতে চলা সংঘাতের জেরে নাম পরিবর্তন করার প্রক্রিয়া এগোয়নি। তবে এবার নাম পরিবর্তনের বিল পাশ হওয়ার পর আগে কেন্দ্রের ইতিবাচক মনোভাব দেখে শাসক দল তৃণমূলের আশা- পশ্চিমবঙ্গের নতুন নাম চূড়ান্তভাবে ‘বাংলা’ হতে চলেছে।
যদিও, রাজ্য সরকার বিশ্ব-বাংলা নামে পশ্চিমবঙ্গের নতুন নামের ব্র্যান্ড ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে। এবার কেন্দ্র নামের অনুমোদন দিলে সেই ব্র্যান্ডিং আরও জোরদার করা হবে বলেও সরকারি সূত্রগুলো আজ নিশ্চিত করেছে।
Comments