আর্জেন্টিনার বিপক্ষে পাভার্দের সেই গোলটি বিশ্বকাপের সেরা

‘গোল করার কথা ভাবিনি, শুধু শটটা নিচে রাখতে চেয়েছিলাম।’ আর্জেন্টিনার বিপক্ষে বিস্ময়কর এক গোল দিয়ে এমনটাই বলেছিলেন বেঞ্জামিন পাভার্দ। অথচ সেই গোলটিই কিনা রাশিয়া বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে। আর্জেন্টাইনদের হতাশায় ডোবানো গোলটি সেরা নির্বাচিত হয়েছে ফুটবল প্রেমীদের ভোটে।
সেরা গোল বাছাইয়ে ছিল লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপেদের মতো তারকা খেলোয়াড়দের গোলও। কিন্তু দর্শদকের ভোটে সেরা হয়েছে পাভার্দের করা গোলটিই। প্রায় ৩০ লাখ ফুটবল ভক্ত ভোট দিয়েছেন। ২০০৬ সাল থেকে ভক্তদের ভোটে সেরা গোল নির্বাচিত করা হয়। তবে এবারই প্রথম কোন ইউরোপীয় খেলোয়াড়ের গোল সেরা নির্বাচিত হলো।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের ৫৬ মিনিটে দলের আরেক ডিফেন্ডার লুকা হের্নান্দেজের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যে শট নেন পাভার্দ। বাতাসে বাঁক খেয়ে বাম দিক দিয়ে বলটি জালে প্রবেশ করে। ঝাঁপিয়ে পড়েও সে শট ফেরাতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক। সমতায় ফিরে তেতে ওঠে ফরাসীরা। শেষ পর্যন্ত ৪-৩ গোলে ম্যাচ জিতে নিয়ে ছিল দলটি।
এছাড়া জাপানের বিপক্ষে কলম্বিয়ার হুয়ান কুইন্তেরোর ফ্রি কিকে করা গোলটি হয়েছে দ্বিতীয়। আর তৃতীয় নির্বাচিত গোলটিও হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের দূরপাল্লার গোলটি ভক্তদের দেওয়া ভোটে তৃতীয় হয়।
Comments