রিয়াল-বার্সা দুই দলই চায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে
কদিন আগেই ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার ম্যালকমকে রোমা থেকে এক প্রকার ছিনতাই করেই দলে নিয়েছে বার্সেলোনা। দুই ক্লাবের মধ্যে এখন যুদ্ধ যুদ্ধ ভাবই চলছে। এবার বার্সা চোখ দিয়েছে আরেক ব্রাজিলিয়ান তরুণ ডিফেন্ডার আলেক্স তেলেসের দিকে। তবে পোর্তোর এ ডিফেন্ডারে নজর দিয়েছে রিয়াল মাদ্রিদও। স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও গোলের সংবাদ অনুযায়ী এ তরুণকে চায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবই।
বরাবরই যে কোন তরুণ খেলোয়াড় ভালো খেললে তাকে পেতে মরিয়া থাকে রিয়াল ও বার্সেলোনার মতো বড় ক্লাবগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। পর্তুগালের ক্লাবটির হয়ে গত আসরে দারুণ খেলেছেন তেলেস। আর তাতেই মজেছে স্প্যানিশ দুই জায়ান্ট। এ লেফট ব্যাককে কিনতে দুই দল আগ্রহী হলেও সিদ্ধান্তটা এখন তেলেসের উপরই। কারণ দিয়ারিও গোলের প্রতিবেদন অনুযায়ী এ ব্রাজিলিয়ানের রিলিজ ক্লজ ৩৫.৫ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত দুই ক্লাবই।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর বিকল্প হিসেবেই তেলেসকে চায় রিয়াল। ক্যারিয়ারের শেষ দিকে না হলেও ৩০ বছর বয়সী মার্সেলোর বিকল্প এখন থেকেই খুঁজতে চায় তারা। গত মৌসুমে অবশ্য থিও হেরনান্দেজকে কিনেছিল তারা। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেই এ ফরাসীকে কিনেছিল তারা। কিন্তু তার উপর সন্তুষ্ট নয় রিয়াল। তাই মার্সেলো একজন যোগ্য উত্তরসূরি এখন থেকেই চায় দলটি।
অপর দিকে ২৯ বছর বয়সী জর্দি আলবার উপর চাপ কমাতে চায় বার্সেলোনা। এদিকে লুকাস ডিগনিকে প্রায় হারাতে বসেছে এভারটনের কাছে। এ তরুণ ফরাসীকে কিনতে উঠে পড়ে লেগেছে ইংলিশ ক্লাবটি। ডিগনির ইচ্ছা দল বদলের। তাই লেফট ব্যাক পজিশনে রিজার্ভ বেঞ্চে একজন ভালো মানের বিকল্প চাই বার্সার।
Comments